
এবার হেলমেটের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের
নতুন ওয়েবসাইট-লেস কোম্পানি ‘ভেরিটাস সায়েন্টিফিক’ সম্প্রতি এমন এক হেলমেট
তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘মাইন্ড রিডিং হেলমেট’।
হেলমেটটি দেখতে
ঠিক মোটরসাইকেল আরোহীর হেলমেটের মতোই। হেলমেটটির ভেতরে থাকবে মেটাল ব্রাশ
সেন্সর। এই সেন্সরের মাধ্যমে হেলমেট পরে থাকা ব্যক্তির সামনে বিভিন্ন ছবি
দেখানো হবে। হেলমেটের সেন্সরগুলো ইলেকট্রো এনসেফালোগ্রামের (ইইজি) মাধ্যমে
মস্তিষ্ক থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। মজার ব্যাপার হলো, এই তথ্য
সংগ্রহের পরই তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া যাবে ব্যক্তিটি সত্যিই
অপরাধী কি না!
ভেরিটাস সায়েন্টিফিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক
এলবট বলেন, ভবিষ্যতে এই মাইন্ড রিডিং হেলমেট কোনো গ্রামে আইনশৃঙ্খলা
বাহিনী প্রবেশ করবে কি না, তা জানাতে সক্ষম হবে এবং গ্রামবাসী খুব সহজেই
দ্রুত পদক্ষেপ নিতে পারবে। তবে এটাও ঠিক যে এই প্রযুক্তির ফলে অপরাধীরা
আগে থেকেই সতর্ক হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন এলবট। তাঁর মতে, ব্রেইন
ওয়েভ মনিটর করে অপরাধ করার আগেই অপরাধীকে শনাক্ত করাই হচ্ছে এই হেলমেট
তৈরির প্রধান উদ্দেশ্য। এলবট আরও বলেন, শুধু সরকারের কাছে এই যন্ত্রটি
থাকলে তা হবে সত্যিই বিপজ্জনক।