Saturday, July 21, 2012

নতুন বহনযোগ্য হার্ডডিস্ক

বাজারে এসেছে টুইনমস ব্র্যান্ডের প্রোবক্স মডেলের বহনযোগ্য হার্ডডিস্ক ড্রাইভ। ইউএসবি ৩.০ প্রযুক্তির এই হার্ডডিস্ক ড্রাইভের মাধ্যমে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৫ গিগাবাইট পর্যন্ত ডেটা ট্রান্সফার করা যায়।
মাত্র ২.৫ ইঞ্চি এবং এর ওজন মাত্র ১৫০ গ্রাম। এটি উইন্ডোজ ২০০০, এক্সপি, ভিস্তা, সেভেন, ম্যাকিন্টোশ
এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা ৫০০ গিগাবাইটের হার্ডডিস্কের মূল্য সাত হাজার ২০০ টাকা।
রয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা

অপরাধী শনাক্ত করবে হেলমেট

এবার হেলমেটের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের নতুন ওয়েবসাইট-লেস কোম্পানি ‘ভেরিটাস সায়েন্টিফিক’ সম্প্রতি এমন এক হেলমেট তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘মাইন্ড রিডিং হেলমেট’।
হেলমেটটি দেখতে ঠিক মোটরসাইকেল আরোহীর হেলমেটের মতোই। হেলমেটটির ভেতরে থাকবে মেটাল ব্রাশ সেন্সর। এই সেন্সরের মাধ্যমে হেলমেট পরে থাকা ব্যক্তির সামনে বিভিন্ন ছবি দেখানো হবে। হেলমেটের সেন্সরগুলো ইলেকট্রো এনসেফালোগ্রামের (ইইজি) মাধ্যমে মস্তিষ্ক থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। মজার ব্যাপার হলো, এই তথ্য সংগ্রহের পরই তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া যাবে ব্যক্তিটি সত্যিই অপরাধী কি না!
ভেরিটাস সায়েন্টিফিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এলবট বলেন, ভবিষ্যতে এই মাইন্ড রিডিং হেলমেট কোনো গ্রামে আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করবে কি না, তা জানাতে সক্ষম হবে এবং গ্রামবাসী খুব সহজেই দ্রুত পদক্ষেপ নিতে পারবে। তবে এটাও ঠিক যে এই প্রযুক্তির ফলে অপরাধীরা আগে থেকেই সতর্ক হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন এলবট। তাঁর মতে, ব্রেইন ওয়েভ মনিটর করে অপরাধ করার আগেই অপরাধীকে শনাক্ত করাই হচ্ছে এই হেলমেট তৈরির প্রধান উদ্দেশ্য। এলবট আরও বলেন, শুধু সরকারের কাছে এই যন্ত্রটি থাকলে তা হবে সত্যিই বিপজ্জনক।