Wednesday, September 12, 2012

এইচপি কম্পিউটার

এইচপির প্রো ৩৩৩০ এমটি মডেলের নতুন কম্পিউটার বাজারে এসেছে। এই ব্র্যান্ড পিসিতে রয়েছে ইন্টেলের ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, এইচপি ইউএসবি কি-বোর্ড, ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর ইত্যাদি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা কম্পিউটারটি দাম ৩৭ হাজার ৫০০ টাকা। রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।

তিন টেরাবাইটের হার্ডডিস্ক

ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের তিন টেরাবাইট তথ্য ধারণ ক্ষমতার হার্ডডিস্ক বাজারে এসেছে। ডব্লিউডি৩০ইজেডআরএক্স মডেলের এই এক্সটার্নাল হার্ডডিস্কটিতে প্রতি সেকেন্ড ৬গিগাবাইট তথ্য আদান-প্রদান করা যায়। কম্পিউটার সোর্স লিমিটেডের বাজারে আনা হার্ডডিস্কের দাম ১৭ হাজার টাকা। রয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।

নতুন এলইডি মনিটর

ই২৩৫২
বাজারে এসেছে এওসি ব্র্যান্ডের ই২৩৫২ পিএইচজেড মডেলের ২৩ ইঞ্চি থ্রিডি এলইডি মনিটর। নতুন এই মনিটরের পর্দা ১৯২০*১০৮০ যা পুরোপুরিভাবেই এইচডি ভিডিও ফরমেট ব্যবহার করে তৈরি করা। এর কস্ট্রাস্ট রেশিও দুই মিলিয়ন: ১ এবং রেসপন্স টাইম পাঁচ মিলি সেকেন্ড, এটি ১৬ মিলিয়ন রং সমর্থন করে। এর ভিজিএ, এইচডিএমআই পোর্ট ব্যবহার করে ডেস্কটপ মনিটরে সংযোগ স্থাপন করা যায়। বিজনেসলিংক কম্পিউটারস লিমিটেডের বাজারে আনা মনিটরটির দাম ৩৫ হাজার টাকা।

চলে গেলেন ল্যাপটপের প্রথম নকশাবিদ

বিল মগরিজ (১৯৪৩-২০১২) প্রথম ল্যাপটপ গ্রিড কম্পাস
চলে গেলেন প্রথম ল্যাপটপ কম্পিউটার নকশাবিদ বিল মগরিজ। ব্রিটিশ বংশোদ্ভূত এই নকশাবিদ ৬৯ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৮ সেপ্টেম্বর মারা যান। তাঁর উদ্ভাবনের ফলেই পার্সোনাল কম্পিউটারের (পিসি) জায়গায় আসে বহনযোগ্য ল্যাপটপ।১৯৭৯ সালে মগরিজ প্রথম ‘গ্রিড কম্পাস’ নামে ল্যাপটপের নকশা করেন। এটি মার্কিন সেনাবাহিনীতে ব্যবহূত হয়।
পণ্য নকশার অন্যতম পুরোধা বিল ছিলেন আন্তর্জাতিক উদ্ভাবন ও নকশা প্রতিষ্ঠান আইডিইওর সহ-প্রতিষ্ঠাতা। এ ছাড়া ২০১০ সাল থেকে তিনি নিউইয়র্কে স্মিথসনিয়ান ইনস্টিটিউটের জাতীয় নকশা জাদুঘরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর তৈরি করা গ্রিড কম্পাসই বিশ্বের প্রথম ল্যাপটপ হিসেবে পরিচিত।
১৯৮২ সালে আনুষ্ঠানিকভাবে কম্পিউটারটি বাজারে আসে, যার দাম ছিল আট হাজার ১৫০ ডলার। মানুষের ব্যবহারের পাশাপাশি যন্ত্রটি মহাকাশেও পাঠানো হয়। ১৯৪৩ সালের ২৫ জুন লন্ডনে জন্মগ্রহণ করা বিলের বাবা ছিলেন ব্রিটিশ সামরিক বাহিনীর সদস্য ও মা ছিলেন চিত্রকর। কাজের স্বীকৃতি হিসেবে তিনি যুক্তরাজ্যের সম্মানসূচক প্রিন্স ফিলিপ ডিজাইনার পুরস্কার পান। —বিবিসি ও ওয়াশিংটন পোস্ট অবলম্বনে কাজী আশফাক আলম

হ্যাসওয়েল বদলাবে কম্পিউটারের ভবিষ্যৎ!

সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইনটেল ডেভেলপার ফোরাম নামের বার্ষিক এক অনুষ্ঠানে হালকা-পাতলা ল্যাপটপ ও ট্যাবলেট দেখিয়েছে চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ইনটেল। এই অনুষ্ঠানে এ ধরনের পণ্যের উপযোগী `হ্যাসওয়েল' নামের প্রসেসরের দুটি সংস্করণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ প্রসঙ্গে ইনটেলের কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাসওয়েল প্রসেসর বিদু্ৎ-সাশ্রয়ী। ইনটেলের বর্তমান আইভিব্রিজ প্রসেসরের চেয়েও অর্ধেক বিদু্যত্ খরচ করবে হ্যাসওয়েল। আগামী বছর বাজারে আসবে নতুন এ প্রসেসর।
ইনটেলের কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজনির্ভর ল্যাপটপ, আলট্রাবুক ও ট্যাবলেটের কথা মাথায় রেখে নতুন প্রসেসরের নকশা করা হয়েছে। এই প্রসেসরে গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) উন্নত করা হয়েছে। এ ছাড়া সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও প্লাটফর্ম কন্ট্রোলার হাব (পিসিএইচ) একসঙ্গে যুক্ত করা হয়েছে, ফলে কম্পিউটারে দ্রুতগতির তথ্য প্রসেস করার পাশাপাশি ইউএসবি, অডিও ও তথ্য সংরক্ষণ ব্যবস্থাও উন্নত হবে।
হ্যাসওয়েল প্রসেসরনির্ভর কম্পিউটার কণ্ঠস্বর শনাক্তকারী প্রযুক্তি, জেশ্চার বা অঙ্গভঙ্গি শনাক্তকরণ প্রযুক্তির মতো নতুন প্রযুক্তিও সমর্থন করবে।
বিদু্ৎ-সাশ্রয়ী প্রসেসর হিসেবে কম্পিউটিংয়ের দক্ষতা বাড়ানোর পাশাপাশি গ্রাফিকসের মানও উন্নত করবে হ্যাসওয়েল। এ প্রসেসরটি বিদু্যতের খরচ ১৭ ওয়াট থেকে নামিয়ে আনবে ১০ ওয়াটে। ফলে এ প্রসেসর চালিত ল্যাপটপে চার্জ থাকবে দীর্ঘসময় ধরে। হ্যাসওয়েলের একটি সংস্করণ ১৫ ওয়াট ও আরেকটি মাত্র ১০ ওয়াট বিদু্যতে চলবে।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারের ক্রমশ চাহিদা কমে যাচ্ছে। তবে নতুন প্রজন্মের ইনটেলের প্রসেসর কম্পিউটার বাজার ঘুরে দঁাড়াতে সাহায্য করতে পারে।

নতুন সম্ভাবনা দেখছেন জাকারবার্গ (ভিডিও)

আইপিও নিয়ে মাঝে কিছুদিন হতাশ ও নিশ্চুপ থাকলেও ফেসবুক নিয়ে নতুন সম্ভাবনার কথা শোনালেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
শেয়ারবাজারে আইপিও ছাড়ার পর এই প্রথমবারের মতো বিনিয়োগকারীদের সঙ্গে সানফ্রান্সিসকোতে আলোচনা করেছেন জাকারবার্গ। ফেসবুক শেয়ারের দাম পড়ে যাওয়া ও ফেসবুকের ব্যবসাসংক্রান্ত বিভিন্ন তথ্য জানিয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চলতি বছরের মে মাসে ৩৮ ডলার মূল্যের শেয়ার ছাড়ে ফেসবুক। তবে বর্তমানে শেয়ারের দাম পড়ে গিয়ে তা ঠেকেছে ১৯ ডলারে। বিষয়টি নিয়ে খানিক হতাশাগ্রস্ত হলেও ফেসবুকের প্রধান নির্বাহী জাকারবার্গ সবাইকে ধৈর্য ধরতে বলেন। আইপিও ছাড়ার পদ্ধতিতে কিছুটা ভুল হয়েছিল বলেও স্বীকার করেছেন তিনি।
জাকারবার্গ বলেন, ‘আইপিও ছাড়ার পর আমি প্রথম প্রকাশ্যে কথা বলছি। আমার কাছে মনে হয়েছে, অনেকেই বিষয়টি ভুল বুঝেছেন।’ কিন্তু ফেসবুক ঘুরে দাঁড়াতে এবং আর্থিকভাবে লাভে ফিরতে নতুন কিছু শাখা চালু করেছে। এতে করে ফেসবুকের ব্যবহারকারী বাড়বে। পাশাপাশি মোবাইলে ফেসবুক ব্যবহারকারী বাড়ানোর কাজ শুরু করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, মোবাইলে ফেসবুক ব্যবহারকারীকে বেশিক্ষণ ধরে রাখার পদ্ধতিটি সফল হলে আরও বেশি অর্থ আয় করতে শুরু করবে ফেসবুক।
ফেসবুকে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে জাকারবার্গ বলেন, বর্তমানে ফেসবুক নতুন করে সাজানো ও নতুন বিজ্ঞাপন চালু করার প্রক্রিয়ার মাঝামাঝি পর্যায়ে রয়েছে। ফেসবুক সার্চ উন্নত করা হচ্ছে। মানুষ যা জানতে চায় সে রকম অনেক সার্চ রেজাল্ট জমা করেছে ফেসবুক। ফেসবুকের একটি দল সার্চ বিষয়টি নিয়ে কাজ করছে।
জাকারবার্গ বলেন, ফেসবুক বর্তমানে স্মার্টফোন অ্যাপ্লিকেশন তৈরির দিকে গুরুত্ব দিচ্ছে। তবে ফেসবুক স্মার্টফোন তৈরি করলে তা ফেসবুকের জন্য ভালো হবে না বলেই মনে করেন তিনি।

মামলা ঘাড়ে আসছে `আইফোন ৫'

প্রায় দুই বছরের বেশি সময় ধরে অ্যাপলের `আইফোন ৫' আসছে-এমন গুজব চলছে। অবশ্য প্রযুক্তিবিশ্লেষকদের ধারণা, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসের ১২ সেপ্টেম্বরেই হয়তো অ্যাপল ঘোষণা দিতে পারে আইফোনের নতুন সংস্করণ।
কিন্তু বাজারে আসার আগেই পেটেন্ট ভঙ্গের অভিযোগে আইফোনের নির্মাতা অ্যাপলের বিরুদ্ধে নতুন স্মার্টফোনটি নিয়ে মামলা হয়েছে। অ্যাপলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান তাইওয়ানের ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনে যুক্তরাষ্ট্রের বাজারে নতুন আইফোন বিক্রিতে আগেভাগেই নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছে। খবরে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
এইচটিসির অভিযোগ, অ্যাপলের `নিউ আইপ্যাড' ও নতুন যে আইফোন বাজারে আসবে, তাতে এইচটিসির দুটি পেটেন্ট লঙ্ঘন করা হচ্ছে।
উলে্লখ্য, এইচটিসি ও অ্যাপলের মধ্যে পেটেন্ট নিয়ে দুই বছরেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি এইচটিসির করা এ মামলায় প্রতিষ্ঠানটি জিতলে অ্যাপলের কাছ থেকে বড় ধরনের ক্ষতিপূরণ পাবে। পাশাপাশি নতুন আইফোন বিক্রি করতে হলে এইচটিসির সঙ্গে সমঝোতাও করতে হবে।
চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক ও বড় আকারের ফাইল স্থানান্তর প্রযুক্তি-সংক্রান্ত পেটেন্ট এইচটিসি হস্তগত করেছে এডিসি টেলিকমিউনিকেশন নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে। এইচটিসি তাদের থান্ডারবোল্ট নামের স্মার্টফোনে এলটিই প্রযুক্তি যুক্ত করেছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের আদালতে পেটেন্ট-সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাংয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন আইফোনে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক (এলটিই) ব্যবহার করা হলে তারা মামলা করবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা চাইবে। স্যামসাং ছাড়াও চীনের একটি মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের নতুন আইফোনের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়ে রেখেছে।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপল যদি নতুন আইফোনে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক যুক্ত না করে, তবে প্রতিষ্ঠানটি স্যামসাংয়ের চেয়ে পিছিয়ে পড়বে। এদিকে যে প্রযুক্তিটি নিয়ে স্যামসাং ও এইচটিসি মামলা করবে, ওই প্রযুক্তিটি আইফোনে থাকছে বলেই ধারণা করছেন প্রযুক্তিবিশ্লেষকেরা।
অ্যাপল মূলত চীনে অবস্থিত কারখানায় আইফোন ও আইপ্যাড তৈরি করে এবং পরে তা যুক্তরাষ্ট্র ও অন্যান্য বাজারে বিক্রি করে।
১২ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অ্যাপল। এ অনুষ্ঠানেই অ্যাপলের নতুন পণ্যের ঘোষণা দেবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, ১২ সেপ্টেম্বর `আইফোন ৫', নতুন আইপড টাচ ও আইম্যাকের ঘোষণা দিতে পারেন টিম কুক।
হালকা-পাতলা নতুন আইফোনের সঙ্গে নতুন ডক কানেক্টর, এয়ারফোনসহ নতুন বেশ কিছু যন্ত্রাংশ থাকতে পারে। এ ছাড়া আইফোনের স্ক্রিন তুলনামূলকভাবে বড় হতে পারে। থাকতে পারে দ্রুতগতির প্রসেসর, র্যাম ও নতুন সফটওয়্যার।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে নতুন আইফোনের বিক্রিতে এইচটিসি, স্যামসাংয়ের মামলা বাধার সঙ্গে নকিয়া, এলজিসহ অ্যান্ডড্রয়েডচালিত নতুন স্মার্টফোনগুলোর বাধাও পেরোতে হবে আইফোন ৫কে। থাকতে হবে ভোক্তাদের জন্য নতুন কোনো চমক।