Saturday, July 21, 2012

নতুন বহনযোগ্য হার্ডডিস্ক

বাজারে এসেছে টুইনমস ব্র্যান্ডের প্রোবক্স মডেলের বহনযোগ্য হার্ডডিস্ক ড্রাইভ। ইউএসবি ৩.০ প্রযুক্তির এই হার্ডডিস্ক ড্রাইভের মাধ্যমে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৫ গিগাবাইট পর্যন্ত ডেটা ট্রান্সফার করা যায়।
মাত্র ২.৫ ইঞ্চি এবং এর ওজন মাত্র ১৫০ গ্রাম। এটি উইন্ডোজ ২০০০, এক্সপি, ভিস্তা, সেভেন, ম্যাকিন্টোশ
এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা ৫০০ গিগাবাইটের হার্ডডিস্কের মূল্য সাত হাজার ২০০ টাকা।
রয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা

No comments:

Post a Comment