নকিয়া-সিমেন্সের বিএসএস ইউনিট কিনবে এরিকসন
![]() |
www.winlifeitgital.blogspot.com |
নকিয়া-সিমেন্স নেটওয়ার্কসের বিজনেস
সাপোর্ট সিস্টেম (বিএসএস) বিভাগটি কেনার আগ্রহ দেখিয়েছে মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো সরবরাহের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম সুইডেনের প্রতিষ্ঠান
এরিকসন। ৩ সেপ্টেম্বর এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নকিয়া-সিমেন্স নেটওয়ার্কসের (এনএসএন) বিজনেস সাপোর্ট
সিস্টেম বিভাগটি টেলিকম অপারেটরদের কাছে বিল ও চার্জ পদ্ধতি নিয়ে কাজ করে।
নকিয়া-সিমেন্সের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এরিকসনের পাশাপাশি এনএসএনের বিএসএস বিভাগটি কিনতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ প্রযুক্তি নির্মাতা অ্যামডকস। বিভাগটি বিক্রি করে দেওয়ার জন্য কিছুদিন ধরেই ক্রেতা খুঁজছিল ওই প্রতিষ্ঠান।
টেলিযোগাযোগ প্রযুক্তিব্যবসায় অনেক আগেই হাত মিলিয়েছে নকিয়া ও সিমেন্স। নকিয়া-সিমেন্স নেটওয়ার্কস নাম দিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সাফল্যও অর্জন করেছে।
নকিয়া-সিমেন্স নেটওয়ার্কস বিশ্বের টেলিযোগাযোগ প্রযুক্তি খাতের দুই প্রধান প্রতিষ্ঠান নকিয়া ও সিমেন্সের ৫০:৫০ বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত আলাদা একটি প্রতিষ্ঠান। খরচ কমাতে প্রতিষ্ঠানটি থেকে এ বছর ১৭ হাজার কর্মী ছাঁটাই করা হচ্ছে। এদিকে সুইডেনের এরিকসন বিএসএস সেবা আরও বাড়াতে উদ্যোগী হয়েছে।
নকিয়া-সিমেন্সের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এরিকসনের পাশাপাশি এনএসএনের বিএসএস বিভাগটি কিনতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ প্রযুক্তি নির্মাতা অ্যামডকস। বিভাগটি বিক্রি করে দেওয়ার জন্য কিছুদিন ধরেই ক্রেতা খুঁজছিল ওই প্রতিষ্ঠান।
টেলিযোগাযোগ প্রযুক্তিব্যবসায় অনেক আগেই হাত মিলিয়েছে নকিয়া ও সিমেন্স। নকিয়া-সিমেন্স নেটওয়ার্কস নাম দিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সাফল্যও অর্জন করেছে।
নকিয়া-সিমেন্স নেটওয়ার্কস বিশ্বের টেলিযোগাযোগ প্রযুক্তি খাতের দুই প্রধান প্রতিষ্ঠান নকিয়া ও সিমেন্সের ৫০:৫০ বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত আলাদা একটি প্রতিষ্ঠান। খরচ কমাতে প্রতিষ্ঠানটি থেকে এ বছর ১৭ হাজার কর্মী ছাঁটাই করা হচ্ছে। এদিকে সুইডেনের এরিকসন বিএসএস সেবা আরও বাড়াতে উদ্যোগী হয়েছে।
No comments:
Post a Comment