Tuesday, July 17, 2012

ট্যাবলেটে নতুন মাইক্রোসফট অফিস

টাচস্ক্রিন প্রযুক্তির ট্যাবলেট কম্পিউটারের জন্য ১৬ জুলাই মাইক্রোসফট অফিস সফটওয়্যারের নতুন একটি সংস্করণের ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের সঙ্গে ক্লাউড-নির্ভর এই মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি উন্মুক্ত করবে মাইক্রোসফট। এ সফটওয়্যার প্যাকেজটির সঙ্গে মাইক্রোসফটের ভিওআইপি সেবা ‘স্কাইপি’ যুক্ত করার এক পরিকল্পনাও করেছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ২০১০ সালে অফিসের সর্বশেষ পরিবর্তন এনেছিল মাইক্রোসফট। এ সময় মাইক্রোসফট অফিসকে অনলাইন সংস্করণ হিসেবে চালু করা হয়েছিল।
অবশ্য উইন্ডোজনির্ভর ট্যাবলেট ছাড়া আইপ্যাড বা গুগলের অ্যান্ড্রয়েড-নির্ভর ট্যাবলেটে মাইক্রোসফটের অফিস প্রোগ্রাম চালু করা হবে কি না, সে বিষয়ে মুখ খোলেননি বলমার।
বলমার জানিয়েছেন, এমএস অফিসের অন্যান্য সংস্করণে তথ্য কম্পিউটারের হার্ড ড্রাইভে সংরক্ষিত হতো। নতুন সংস্করণে মাইক্রোসফট অনলাইন সেবা ‘স্কাইড্রাইভ’ ডিফল্ট হিসেবে থাকবে। মাইক্রোসফট অফিসের তথ্য সরাসরি ফেসবুকে শেয়ার বা কোনো ব্লগেও প্রকাশ করা যাবে।
বলমার আরও জানিয়েছেন, মাইক্রোসফট অফিসের নতুন এ সংস্করণটি ট্যাবলেট কম্পিউটারের জন্য একটি ক্লাউড সেবা হিসেবে তৈরি করা হচ্ছে। অফিস ১৫ মাইক্রোসফটের একটি উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে পরিচিত। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের মতো মূল প্রোগ্রামের পাশাপাশি ওয়েব টুল ‘অফিস ৩৬৫’, ই-মেইল ম্যানেজমেন্ট টুল ‘এক্সচেঞ্জ’, এন্টারপ্রাইজ কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ‘শেয়ারপয়েন্ট’, এন্টারপ্রাইজ মেসেজ টুল ‘লিঞ্চ’, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম ‘প্রোজেক্ট’ ও ডায়াগ্রাম এডিটর ‘ভিজিও’ সুবিধা অফিস ১৫-তে যোগ হবে।
২০১৩ সালের শুরুর দিকে বাজারে আসতে পারে ‘মাইক্রোসফট অফিস ১৫’ হিসেবে পরিচিত নতুন সংস্করণটি। ব্যবহারকারীরা বর্তমানে অনলাইনে এর প্রিভিউ সংস্করণটি দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
 

No comments:

Post a Comment