Wednesday, September 12, 2012

হ্যাসওয়েল বদলাবে কম্পিউটারের ভবিষ্যৎ!

সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইনটেল ডেভেলপার ফোরাম নামের বার্ষিক এক অনুষ্ঠানে হালকা-পাতলা ল্যাপটপ ও ট্যাবলেট দেখিয়েছে চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ইনটেল। এই অনুষ্ঠানে এ ধরনের পণ্যের উপযোগী `হ্যাসওয়েল' নামের প্রসেসরের দুটি সংস্করণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ প্রসঙ্গে ইনটেলের কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাসওয়েল প্রসেসর বিদু্ৎ-সাশ্রয়ী। ইনটেলের বর্তমান আইভিব্রিজ প্রসেসরের চেয়েও অর্ধেক বিদু্যত্ খরচ করবে হ্যাসওয়েল। আগামী বছর বাজারে আসবে নতুন এ প্রসেসর।
ইনটেলের কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজনির্ভর ল্যাপটপ, আলট্রাবুক ও ট্যাবলেটের কথা মাথায় রেখে নতুন প্রসেসরের নকশা করা হয়েছে। এই প্রসেসরে গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) উন্নত করা হয়েছে। এ ছাড়া সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও প্লাটফর্ম কন্ট্রোলার হাব (পিসিএইচ) একসঙ্গে যুক্ত করা হয়েছে, ফলে কম্পিউটারে দ্রুতগতির তথ্য প্রসেস করার পাশাপাশি ইউএসবি, অডিও ও তথ্য সংরক্ষণ ব্যবস্থাও উন্নত হবে।
হ্যাসওয়েল প্রসেসরনির্ভর কম্পিউটার কণ্ঠস্বর শনাক্তকারী প্রযুক্তি, জেশ্চার বা অঙ্গভঙ্গি শনাক্তকরণ প্রযুক্তির মতো নতুন প্রযুক্তিও সমর্থন করবে।
বিদু্ৎ-সাশ্রয়ী প্রসেসর হিসেবে কম্পিউটিংয়ের দক্ষতা বাড়ানোর পাশাপাশি গ্রাফিকসের মানও উন্নত করবে হ্যাসওয়েল। এ প্রসেসরটি বিদু্যতের খরচ ১৭ ওয়াট থেকে নামিয়ে আনবে ১০ ওয়াটে। ফলে এ প্রসেসর চালিত ল্যাপটপে চার্জ থাকবে দীর্ঘসময় ধরে। হ্যাসওয়েলের একটি সংস্করণ ১৫ ওয়াট ও আরেকটি মাত্র ১০ ওয়াট বিদু্যতে চলবে।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারের ক্রমশ চাহিদা কমে যাচ্ছে। তবে নতুন প্রজন্মের ইনটেলের প্রসেসর কম্পিউটার বাজার ঘুরে দঁাড়াতে সাহায্য করতে পারে।

No comments:

Post a Comment