Wednesday, September 12, 2012

নতুন এলইডি মনিটর

ই২৩৫২
বাজারে এসেছে এওসি ব্র্যান্ডের ই২৩৫২ পিএইচজেড মডেলের ২৩ ইঞ্চি থ্রিডি এলইডি মনিটর। নতুন এই মনিটরের পর্দা ১৯২০*১০৮০ যা পুরোপুরিভাবেই এইচডি ভিডিও ফরমেট ব্যবহার করে তৈরি করা। এর কস্ট্রাস্ট রেশিও দুই মিলিয়ন: ১ এবং রেসপন্স টাইম পাঁচ মিলি সেকেন্ড, এটি ১৬ মিলিয়ন রং সমর্থন করে। এর ভিজিএ, এইচডিএমআই পোর্ট ব্যবহার করে ডেস্কটপ মনিটরে সংযোগ স্থাপন করা যায়। বিজনেসলিংক কম্পিউটারস লিমিটেডের বাজারে আনা মনিটরটির দাম ৩৫ হাজার টাকা।

No comments:

Post a Comment