Monday, September 17, 2012

রুততম সুপারকম্পিউটার বানাবে ভারত

দ্রুততম সুপারকম্পিউটার বানাবে ভারত

undefined
বিশ্বের সবচে দ্রুতগতির সুপারকম্পিউটার তৈরির পরিকল্পনা করেছে ভারত। ২০১৭ সাল নাগাদ ৪ হাজার ৭০০ কোটি ভারতীয় রুপি খরচ করে এ কম্পিউটার তৈরি করবে দেশটি।
ভারতের তৈরি এই সুপারকম্পিউটার বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার সিকুইয়া’র তুলনায় ৬১ গুণ দ্রুত কাজ করতে পারবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
ভারতের সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ডিএসি) নামের সংস্থাটি এক্সাফ্লপ গতির সুপারকম্পিউটার তৈরি করতে পারে। এক এক্সাফ্লপ হচ্ছে ১ পেটাফ্লপের চেয়ে হাজার গুণ দ্রুতগতির হিসাব করার ক্ষমতা। কম্পিউটারের কাজ করার দক্ষতা নির্ণয়ের একক হচ্ছে ফ্লপস। আগে এই এককের নাম ছিল ইন পার সেকেন্ড। অর্থাত্, কম্পিউটার এক সেকেন্ডে কতটি নির্দেশনা পালন করতে পারে। আর এক পেটাফ্লপস ১০১৫ ফ্লপসের সমান।
সুপারকম্পিউটারের গতির দিক থেকে সারাবিশ্বের সুপারকম্পিউটারের মধ্যে ভারতের অবস্থান ৫৮। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার সিকোইয়ার গতি ১৬.৩২ পেটাফ্লপ যার অর্থ ৭৮ লাখ দ্রুতগতির ল্যাপটপের সমান।

No comments:

Post a Comment