Tuesday, September 4, 2012

কি-বোর্ড ধোয়াও যাবে?

যাঁরা কম্পিউটারে কাজ করেন, তাঁরা জানেন যে কি-বোর্ড ব্যবহারে প্রচুর ধুলা-ময়লা জমে। ব্রাশ দিয়ে এর উপরিভাগের ধুলা-ময়লা পরিষ্কার করা গেলেও কখনোই তা ধুয়ে পরিষ্কার করা যায় না। কারণ, কি-বোর্ডে পানি ঢুকলে তা বাতিল হয়ে যাবে।
সম্প্রতি কি-বোর্ড পরিষ্কার রাখার ঝামেলা এড়াতে লজিটেক নিয়ে এসেছে পানি দিয়ে ধোয়া যাবে এমন কি-বোর্ড। ‘ওয়াশেবল কিবোর্ড কে৩১০’ নামের এই কি-বোর্ডটি সহজেই পানিতে ধোয়া যাবে। রান্নাঘরের সিঙ্কে বারবার ধুলে এবং ১১ ইঞ্চি পানির নিচে ডুবিয়ে রাখলেও এর কোনো ক্ষতি হবে না। ধোয়ার পর শুধু একটু শুকিয়ে নিলেই হলো। কি-বোর্ডটি কাজ করবে নতুনের মতোই। ধোয়ার পর কি-বোর্ডটির পানি ঝরাতে বা শুকাতে এর পেছনে রয়েছে পানিনিষ্কাশনের ব্যবস্থা। কি-বোর্ডের অক্ষরগুলো যাতে ভিজে নষ্ট হয়ে না যায়, সে জন্য লেজার প্রিন্ট এবং ইউভি কোটিং ব্যবহার করা হয়েছে।
লজিটেক মাউস এবং কি-বোর্ডের ঊর্ধ্বতন পরিচালক সোফি লে গুয়েন বলেন, ‘সাবধান থাকা সত্ত্বেও আমাদের সবারই অভিজ্ঞতা আছে যে কোনো একসময় কফির কাপটি উল্টে পড়ে গিয়ে কি-বোর্ডটি ভিজে নষ্ট হয়ে গেছে। আর এসব সমস্যা দূর করতেই লজিটেক এবার কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এই কি-বোর্ড কে৩১০। এটি বারবার ধুলেও এতটুকু নষ্ট কিংবা ব্যবহারের অনুপযোগী হবে না। উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন—সবকিছুর সঙ্গেই এটি মানানসই। আশা করা যাচ্ছে, আগামী অক্টোবর মাসেই কি-বোর্ডটি ইউরোপের বাজারে পাওয়া যাবে। আর এর খুচরা মূল্য হবে ৩৯ দশমিক ৯৯ ডলার। —সিনেট অবলম্বনে প্রদীপ সাহা

No comments:

Post a Comment