Tuesday, September 4, 2012

প্রণয়ে জড়িয়েছেন গুগল চেয়ারম্যান!



অনলাইন সার্চ সেবাদাতা প্রতিষ্ঠান গুগলের এক্সিকিউটিভ চেয়ারম্যান এরিক স্মিড বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। ৩ সেপ্টেম্বর হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বর্তমানে এরিক স্মিড যাঁর সঙ্গে প্রেম করছেন, তিনি ভিয়েতনামের ক্ল্যাসিক্যাল সংগীতে পারদর্শী চো-সান নিউইয়ান। তিনি পেশায় কনসার্টের পিয়ানোবাদক।
নিউইয়র্ক পোস্টের অনলাইন সংস্করণ পেজ সিক্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চো-সান নিউইয়ানের সঙ্গে অস্কারজয়ী টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক ব্রায়ান গ্রেজারের সম্পর্ক ছিল। এই জুটি আংটিবদলও করেছিল। তবে সূত্রের বরাতে পেজ সিক্সে বলা হয়েছে, কয়েক মাস থেকে এরিক স্মিডের সঙ্গে অন্তরঙ্গভাবে দেখা যাচ্ছে চো-সান নিউইয়ানকে। এরিক স্মিড ও নিউইয়ানকে একত্রে তাঁর (নিউইয়ান) ‘সোহো’ নামের বাড়ির বাইরে ও ‘ক্যাপ্রিয়ানি’তে ডিনার করতেও দেখা গেছে। এ ছাড়া গুগলের চেয়ারম্যান হিসেবে ব্যস্ত সময় কাটানো এরিক স্মিডকে চো-সান নিউইয়ানের জন্য কনসার্টের আয়োজনে সাহায্য করতেও দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ২০১১ সালে নিউইয়র্কের বাসিন্দা লিজা শিল্ডের সঙ্গে এরিক স্মিডের বিয়েবহির্ভূত সম্পর্কের খবর ছেপেছিল নিউইয়র্ক পোস্ট।
এরিক স্মিডের বিয়েবহির্ভূত সম্পর্কের গুজব ডালপালা মেললেও তাঁর স্ত্রী ওয়েন্ডি স্মিডের সঙ্গে ছাড়াছাড়ি হয়নি। ওয়েন্ডি স্মিড ও এরিক স্মিড আলাদা থাকেন। কোটিপতি প্রযুক্তিবিদ স্বামীর কাছ থেকে আলাদা অবস্থায় ভালো আছেন বলেই জানিয়েছেন ওয়েন্ডি।
তবে ভিয়েতনামের সংগীতশিল্পীর সঙ্গে নতুন প্রেম প্রসঙ্গে এরিক স্মিড, চো-সান নিউইয়ান কিংবা ওয়েন্ডি কেউই মুখ খোলেননি।

No comments:

Post a Comment