Thursday, September 6, 2012

এইচটিসির উইন্ডোজ ফোন আসছে ১৯ সেপ্টেম্বর

স্যামসাং ও নকিয়ার পর এবার উইন্ডোজ ফোন তৈরির ঘোষণা দিতে চলেছে তাইওয়ানের ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এইচটিসি। ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে এ নিয়ে এক সংবাদ সম্মেলনও ডেকেছে প্রতিষ্ঠানটি। এ অনুষ্ঠানেই প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন ৮নির্ভর স্মার্টফোনের ঘোষণা দিতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটস।
নিউইয়র্কে ওই সংবাদ সম্মেলনে ‘জেনিথ’ ‘অ্যাকর্ড’ ও ‘রিও’ নামের তিনটি মডেলের উইন্ডোজ স্মার্টফোনের ঘোষণা দিতে পারে এইচটিসি। প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, এইচটিসির জেনিথ হবে হাই এন্ডের বা বেশি দামের স্মার্টফোন, অ্যাকর্ড মিড রেঞ্জের বা মাঝারি মূল্যের আর রিও হবে লোয়ার এন্ডের বা সাশ্রয়ী দামের।
চলতি বছরের জুন মাসে মাইক্রোসফট ঘোষণা করেছিল চারটি উইন্ডোজ ফোন নির্মাতাপ্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানগুলো হলো: স্যামসাং, নকিয়া, এইচটিসি ও হুয়াউয়ে। ইতিমধ্যে স্যামসাং এটিভ এস নামে উইন্ডোজনির্ভর স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে। নকিয়া আনছে লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০। ১৯ সেপ্টেম্বর এইচটিসির পক্ষ থেকে ঘোষণা আসবে উইন্ডোজনির্ভর স্মার্টফোনের। তবে এখনো চীনের হুয়াউয়ের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। এ চারটি প্রতিষ্ঠান ছাড়া সনি ও এসার উইন্ডোজনির্ভর স্মার্টফোন বাজারে আনতে পারে।

No comments:

Post a Comment