Thursday, September 6, 2012

দুই লুমিয়া নিয়ে নকিয়ার শেষ চেষ্টা (ভিডিও)

নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে গতকাল ৫ সেপ্টেম্বর নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ লুমিয়া সিরিজের উইন্ডোজ নির্ভর দুটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছেন। উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর নতুন দুটি স্মার্টফোন হচ্ছে- লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০। অনুষ্ঠানে নকিয়ার প্রধান নির্বাহী এ ফোনটি নিয়ে উচ্চাশা পোষণ করলেও প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন- এ দুটি স্মার্টফোনই নকিয়ার জন্য শেষ সুযোগ হতে পারে।
এ প্রসঙ্গে ইলোপ জানিয়েছেন, ‘লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী বৈশিষ্ট্যের ফোন’। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
আগামী বছরের শুরুতেই এ স্মার্টফোন দুটি বাজারে আনবে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া।
লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের বাঁকানো এইচডি প্রযুক্তির ডিসপ্লে, ডুয়াল কোরের ১.৫ গিগাহার্টজের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি, ৮ মেগাপিক্সেল পিউরিভিউ ক্যামেরা সুবিধা। শক্ত প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে তারবিহীন চার্জিং পদ্ধতি যুক্ত হয়েছে। এলটিই এবং এইচএসপিএ+ উভয় প্রযুক্তি সমর্থন করবে লুমিয়া ৯২০।
লুমিয়া সিরিজের নতুন ৮২০ স্মার্টফোনটি ৪.৩ ইঞ্চি মাপের সমান্তরাল ওএলইডি স্ক্রিনের সঙ্গে রয়েছে ডুয়াল কোরের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, এনএফসি ও তারবিহীন চার্জিং পদ্ধতি। লুমিয়া ৮২০ এ রয়েছে কার্ল জেইস লেন্স ভিত্তিক ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া ভয়েস চ্যাটের জন্য সামনের দিকে রয়েছে ভিজিএ ক্যামেরা। ৮ গিগাবাইট মেমোরির পাশাপাশি রয়েছে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা এবং ৭ গিগাবাইট স্কাই ড্রাইভ স্পেস। সাতটি রঙে বাজারে আসবে নকিয়ার লুমিয়া ৮২০।
প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর এ দুটি স্মার্টফোনের মাধ্যমেই স্মার্টফোনের বাজারে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে নকিয়া।
স্মার্টফোন দুটির দাম বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া।

No comments:

Post a Comment