Thursday, September 6, 2012

ট্যাবলেটের যুদ্ধের জন্য আমাজন প্রস্তুত

অনলাইনে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন আজ ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নতুন পণ্যের ঘোষণা দিতে যাচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ইন্টারনেটের এ যুগে মোবাইল পণ্যের ক্ষেত্রে আমাজনের নতুন সৈনিক হিসেবেই এ পণ্যগুলো বাজারে আসবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে ৭ ইঞ্চি কিন্ডল ফায়ারের একটি নতুন সংস্করণের সঙ্গে ১০ ইঞ্চি কিন্ডল ফায়ার ট্যাবলেটের ঘোষণা দিতে পারে আমাজন। একই সঙ্গে নতুন কিন্ডল ই-বুক রিডারেরও ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আমাজনের কিন্ডল ট্যাবলেটের ক্ষেত্রে দামই সবচেয়ে বড় নির্ণায়ক। একমাত্র সাশ্রয়ী দামের ট্যাবলেটই আমাজনকে যুদ্ধে জয়ী করতে পারে।
আমাজনকে বর্তমানে ট্যাবলেটের বাজারে অ্যাপল ও গুগলের অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেটের সঙ্গে টিকে থাকার লড়াই লড়তে হচ্ছে।
এ প্রসঙ্গে প্যাসিফিক ক্রেস্ট সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক চাদ বার্টলে জানিয়েছেন, ইন্টারনেট ভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে ট্যাবলেট যুদ্ধে জয়ী হওয়াটা আমাজনের জন্য জরুরি।
যুদ্ধে জয়ী হতে আমাজন অবশ্য বেশ কিছু ফিচারে পরিবর্তন আনছে। ‘কিন্ডল ফায়ার’ ট্যাবলেটের নতুন সংস্করণে গুগলের ম্যাপ-সেবা বাদ দিয়ে নকিয়ার ম্যাপ-সেবা যুক্ত করছে আমাজন।
গত ৩০ আগস্ট আমাজন কর্তৃপক্ষ জানিয়েছে, কিন্ডল ফায়ারের প্রথম সংস্করণটি বাজারে ছাড়ার নয় মাসের মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। নতুন সংস্করণে গুগলের ম্যাপ-সেবার পরিবর্তে যুক্ত হবে নকিয়ার ম্যাপ-সেবা। জিপিএস বা ওয়াই-ফাই প্রযুক্তির সাহায্যে নকিয়ার ম্যাপ-সেবা কিন্ডল ফায়ারে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। রাস্তার ম্যাপের পাশাপাশি প্রয়োজনীয় তথ্য উপযোগী ম্যাপ-সেবাও পাওয়া যাবে।
আমাজনের কিন্ডল ফায়ারের প্রথম সংস্করণটি ছিল ৭ ইঞ্চি মাপের। এর দাম ছিল ১৯৯ ডলার।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে ট্যাবলেটের বাজারে ‘দাম’ জনপ্রিয়তার সবচেয়ে বড় নির্ণায়ক। বর্তমানে ২০০ ডলারের নীচে অনেক ট্যাবলেট বাজারে চলে এসেছে। আমাজন যদি ট্যাবলেটের দাম ১৫০ ডলারের নীচে রাখতে পারে তবে অন্য ট্যাবলেট নির্মাতাদের জন্যও বাজার ধরতে দাম কমানোর প্রতিযোগিতায় নামতে হবে।

No comments:

Post a Comment