Monday, September 17, 2012

ফেসবুকের শর্টকাট কী


 
ফেসবুকে নতুন কাউকে দ্রুত বার্তা
পাঠাতে চাইলে শর্টকাট ব্যবহার করতে পারেন।
  • ফায়ারফক্স ব্যবহার করে ফেসবুক থেকে নতুন বার্তা পাঠাতে
         : Shift+Alt+M
  • গুগল ক্রোম ব্যবহার করে ফেসবুক থেকে নতুন বার্তা পাঠাতে: Alt+M
  • মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে ফেসবুক থেকে নতুন বার্তা পাঠাতে: Alt+M+Enter

ওয়েবক্যাম ডেটিংয়ে প্রতারণার ফাঁদ!

ওয়েবক্যাম ব্যবহার করে ভিডিও চ্যাটিং এখন বেশ জনপ্রিয়। কিন্তু অপরিচিত কারও সঙ্গে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও অনলাইন ডেটিং সাইটগুলোতে এই ভিডিও চ্যাটিং বিপদের কারণ হতে পারে। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ওয়েবক্যামে অনলাইন ডেটিংয়ের অর্থ এখন প্রতারণার ফাঁদে পা দেওয়া।
বিবিসির প্রতিবেদনটিতে বলা হয়েছে, অনলাইনে ওয়েবক্যামে সুন্দরী তরুণী আর কথার ফাঁদে পড়ে ধোঁকা খাচ্ছে পুরুষরা। প্রতারণার ফাঁদে পা দেওয়া ব্যক্তিটিকে কথার জালে আটকে ফেলে ওয়েবক্যামের সামনে তাকে নিরাবরণ হতে বলে প্রতারকরা। তারপর সে ভিডিও প্রচার করার ভয় দেখিয়ে অর্থ দাবি করে।
ফ্রান্সে ওয়েবক্যামে এ ধরনের প্রতারণার ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে বিবিসি জানিয়েছে, তাদের কাছে প্রতিদিন এ ধরনের ঘটনার অভিযোগ আসে। তবে যত বেশি অভিযোগ পুলিশের কাছে আসে, তার চেয়ে বেশি ঘটনা আড়ালেই থেকে যায়। বেশির ভাগ ক্ষেত্রে প্রতারণার শিকার ব্যক্তিটি এ ধরনের ঘটনা প্রকাশ করতে চান না।
সম্প্রতি ফ্রান্সের ২৮ বছর বয়সী প্রতারিত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তিনি বলেন, ‘অনলাইন ডেটিং সাইট থেকে একটি মেয়ে শুরুতেই আমাকে একটা বার্তা পাঠিয়েছিল। যেহেতু সচরাচর মেয়েরা শুরুতেই এ রকম কোনো বার্তা পাঠায় না, কিন্তু অনলাইনে একটি মেয়ের কাছ থেকে প্রথম এ ধরনের বার্তা পেয়ে আমার খুব ভালো লেগেছিল। আমাকে সে প্রথম পরিচয়ে জানাল, ফ্রান্সেরই একটি শহরে তার বাড়ি। কিন্তু এখন সে ফ্রান্সে নেই। ছুটি কাটাতে আইভরি কোস্টে গেছে। পরিচয়পর্ব সেরে এমএসএন মেসেঞ্জার ব্যবহার করে আমরা কিছুক্ষণ চ্যাট করি। সে আমাকে তার একটি ভিডিও দেখায়। সে ভিডিওতে সুন্দর একটি মেয়েকে দেখে আমি মুগ্ধ হই। মেয়েটি সত্যিই সুন্দর ছিল।’
কিন্তু এ পর্যায় পর্যন্ত সব ঠিকঠাক ছিল। ভিডিওতে শালীন অবস্থাতেই তাকে দেখা গেছে। একপর্যায়ে সে আমাকে বলল, ‘আমি তার সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই কি না। প্রথমে বুঝতে পারিনি, পরে এর অর্থ জিজ্ঞাসা করায় সে আমাকে নিরাবরণ হতে বলে। আমার সবকিছু সে দেখতে চায় বলে জানায়। এ সময় সে আরেকটি ভিডিও চালু করে, যেখানে সেও নিরাবরণ হচ্ছিল। এ ঘটনা আমাকে পুরোপুরি হতবাক করে দিয়েছিল। এ যে কোনো প্রতারণার ফাঁদ, আমার তা ধারণাতেই আসেনি। বিষয়টি আমি সত্যি বলে ধরে নিয়েছিলাম। কিন্তু আমার কাছে তার আসল উদ্দেশ্য পরিষ্কার হতে পাঁচ মিনিটের বেশি লাগেনি। এ ঘটনার পাঁচ মিনিট পর সে আমাকে একটা বার্তা পাঠাল; যাতে লেখা, “আমি তোমার যে ভিডিওটি তুলেছি, সেটা একবার দেখো। যদি এ ভিডিও প্রচার আটকাতে চাও এখনই ৫০০ ইউরো পাঠাও। এরপরই শুরু হলো হুমকি—শিগগিরই অর্থ না পাঠালে এ ভিডিওটি ইউটিউবে পোস্ট করতে যাচ্ছি।’”
প্রতারিত হওয়া ওই ব্যক্তি আরও বলেন, ‘ভিডিওতে আমাকে পুরোপুরি চেনা যাচ্ছে। আর আমাকে হুমকি দিয়ে পাঠানো লিংকটিতে অনেকেরই এ রকম ভিডিও রয়েছে; যাদের এভাবে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে। দাবি না মানলে প্রতারক তখন অন্যভাবে হুমকি দিতে থাকে। ভিডিওতে প্রতারণার শিকার ব্যক্তির ব্যক্তিগত তথ্য জুড়ে দেয় ও যৌন হয়রানির অভিযোগ আনে।’
ফ্রান্সের সাইবার অপরাধ বিশেষজ্ঞ ভিনসেন্ট লিমোইন জানিয়েছেন, প্রতিদিন প্রতারণার ঘটনা বাড়ছে। তবে অনেক ক্ষেত্রে এ ধরনের প্রতারণার শিকার হওয়া ব্যক্তি তা প্রকাশ করেন না। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তা প্রকাশ করতে ভয় পান ও হতাশ হয়ে পড়েন। ওয়েবক্যাম ব্ল্যাকমেইলের শিকার হওয়ার ঘটনা, তাই সচরাচর প্রকাশ্যে আসে না। যদি অর্থ পরিশোধ করা না হয়, তবে প্রতারক চক্র পুলিশের এজেন্ট হিসেবে পরিচয় দেয় ও ভুয়া কোনো ওয়েবসাইটে এ ভিডিওটি পোস্ট করে ইন্টারপোল, স্থানীয় পুলিশ বা ফ্রেঞ্চ পুলিশ হিসেবে হুমকি দিতে শুরু করে। এ ছাড়া প্রতারকরা পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগে ভুয়া কাগজপত্র মেইল করে জরিমানা পর্যন্ত চাইতে পারে। এমনকি একবার অর্থ পেলেও বারবার বিভিন্ন ছুতোয় এরা অর্থ দাবি করে হুমকি দিতে থাকে। এ ধরনের ব্ল্যাকমেইলের একপর্যায়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে।
এ প্রসঙ্গে ফ্রান্সের ‘লা মন্ডের’ পত্রিকার এক প্রতিবেদনে লিখেছে, অনেকেই প্রতারণার এ বিষয়টি ধরতে পারেন না। শুরুতে তাঁরা বিষয়টিকে হালকাভাবেই নেন। ‘লা মন্ডের’ সাংবাদিক লরি বেলট জানান, ল্যাপটপ বা কম্পিউটারের ওয়েবক্যামের সামনে কাপড় খোলার ঘটনা আমরা নির্বোধ লোকের কাজ বলে মনে করতে পারি, কিন্তু ভুললে চলবে না, আমাদের সমাজ একাকিত্বের সমাজ। অনেকেই রাতের বেলা তাঁদের ঘরে একা থাকেন। তাঁর সঙ্গী থাকে ইন্টারনেটযুক্ত কম্পিউটার। আমাদের একাকিত্বের দুর্বলতার সুযোগ নিয়ে অনলাইন ডেটিংয়ে এ ধরনের প্রতারণা বেড়েই চলেছে।
যে ব্যক্তি এ ধরনের প্রতারণার শিকার হন তাঁর উচিত কাছের মানুষের কাছে তা খুলে বলা। কারণ একাকী এ ধরনের ঘটনায় বিষণ্নতা ও উদ্বেগ বাড়তে পারে। এ ধরনের ঘটনা তরুণদের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকির। তাই তাঁদের সচেতনতা জরুরি।
এদিকে কর্নেল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের গবেষকেরা জানিয়েছেন, অনলাইন ডেটিং মানেই মিথ্যার বেসাতি। ডেটিং সাইটগুলোতে যে তথ্য দেওয়া থাকে, তাতে প্রকৃত তথ্যের চেয়ে মিথ্যাই থাকে অনেক বেশি।
গবেষকেরা অনলাইনে ডেটিং সাইট ব্যবহার করেন এমন ৭৮ জনের প্রকৃত তথ্য এবং তাঁদের আলাদা চারটি অনলাইন ডেটিং সাইটে দেওয়া বয়স, উচ্চতা ও অন্যান্য তথ্য তুলনা করে দেখেছেন, সেখানে মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। বিস্তারিত লেখার বদলে সেখানে সংক্ষিপ্ত আকারে তথ্য দেওয়া হয়েছে বা আসল তথ্য দেওয়ার পরিবর্তে ঘোরানো-প্যাঁচানো কথা সাজানো হয়েছে। গবেষকেরা দেখেছেন, ৬৫ শতাংশ ক্ষেত্রেই মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে।
অনলাইনে সত্য-মিথ্যার পার্থক্য বের করা মুশকিল হলেও গবেষকেরা জানিয়েছেন, অনলাইন ডেটিং থেকে বাস্তবের সঙ্গী নির্বাচনের আগে প্রকৃত তথ্য জেনে নেওয়া প্রয়োজন। কারণ, এ ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হয় অনেককেই। অনলাইন ডেটিংয়ে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে কি না, সেটি বের করার অনেক পদ্ধতি রয়েছে। মিথ্যা বলার কৌশলগুলো ধরতে পারলেই মিথ্যুক সঙ্গীকে বের করা বেশ সহজ। অনলাইনে সঙ্গী নির্বাচনে কৌশলী ও সচেতন হতে পরামর্শ দিয়েছেন গবেষকেরা। অনেকেই ধারণা করেন, এ ধরনের ঘটনা ঘটলে সেটা ইন্টারনেটে হয়তো সব সময় থেকে যাবে। তবে সব সময় এ ধরনের ঘটনা ঘটে না। অনেক বিষয় ইন্টারনেট থেকে মুছে ফেলা যায়, বিশেষ করে ওয়েবক্যাম ব্ল্যাকমেইলের মতো ঘটনা। ইউটিউব সাধারণত এ ধরনের ভিডিও রাখে না। এ ধরনের ভিডিও পতাকা দেখিয়ে নামিয়ে নেওয়ার ব্যবস্থাও করা যায়।
এ বিষয়ে ফ্রান্সের পুলিশের পরামর্শ, কখনো প্রতারকের কথামতো কাজ করা যাবে না। তাঁর হুমকি-ধমকিকে পাত্তা দেওয়া যাবে না। আর অর্থ পরিশোধের প্রশ্নই ওঠে না। এতে করে প্রতারক হতাশ হয়ে ফিরে যাবে। এ রকমটাই ঘটেছিল ২৮ বছর বয়সী ওই ব্যক্তির ক্ষেত্রে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট এলাকার পুলিশের কাছে ত্বরিত অভিযোগ করতে হবে।

রুততম সুপারকম্পিউটার বানাবে ভারত

দ্রুততম সুপারকম্পিউটার বানাবে ভারত

undefined
বিশ্বের সবচে দ্রুতগতির সুপারকম্পিউটার তৈরির পরিকল্পনা করেছে ভারত। ২০১৭ সাল নাগাদ ৪ হাজার ৭০০ কোটি ভারতীয় রুপি খরচ করে এ কম্পিউটার তৈরি করবে দেশটি।
ভারতের তৈরি এই সুপারকম্পিউটার বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার সিকুইয়া’র তুলনায় ৬১ গুণ দ্রুত কাজ করতে পারবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
ভারতের সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ডিএসি) নামের সংস্থাটি এক্সাফ্লপ গতির সুপারকম্পিউটার তৈরি করতে পারে। এক এক্সাফ্লপ হচ্ছে ১ পেটাফ্লপের চেয়ে হাজার গুণ দ্রুতগতির হিসাব করার ক্ষমতা। কম্পিউটারের কাজ করার দক্ষতা নির্ণয়ের একক হচ্ছে ফ্লপস। আগে এই এককের নাম ছিল ইন পার সেকেন্ড। অর্থাত্, কম্পিউটার এক সেকেন্ডে কতটি নির্দেশনা পালন করতে পারে। আর এক পেটাফ্লপস ১০১৫ ফ্লপসের সমান।
সুপারকম্পিউটারের গতির দিক থেকে সারাবিশ্বের সুপারকম্পিউটারের মধ্যে ভারতের অবস্থান ৫৮। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার সিকোইয়ার গতি ১৬.৩২ পেটাফ্লপ যার অর্থ ৭৮ লাখ দ্রুতগতির ল্যাপটপের সমান।

Wednesday, September 12, 2012

এইচপি কম্পিউটার

এইচপির প্রো ৩৩৩০ এমটি মডেলের নতুন কম্পিউটার বাজারে এসেছে। এই ব্র্যান্ড পিসিতে রয়েছে ইন্টেলের ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, এইচপি ইউএসবি কি-বোর্ড, ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর ইত্যাদি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা কম্পিউটারটি দাম ৩৭ হাজার ৫০০ টাকা। রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।

তিন টেরাবাইটের হার্ডডিস্ক

ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের তিন টেরাবাইট তথ্য ধারণ ক্ষমতার হার্ডডিস্ক বাজারে এসেছে। ডব্লিউডি৩০ইজেডআরএক্স মডেলের এই এক্সটার্নাল হার্ডডিস্কটিতে প্রতি সেকেন্ড ৬গিগাবাইট তথ্য আদান-প্রদান করা যায়। কম্পিউটার সোর্স লিমিটেডের বাজারে আনা হার্ডডিস্কের দাম ১৭ হাজার টাকা। রয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।

নতুন এলইডি মনিটর

ই২৩৫২
বাজারে এসেছে এওসি ব্র্যান্ডের ই২৩৫২ পিএইচজেড মডেলের ২৩ ইঞ্চি থ্রিডি এলইডি মনিটর। নতুন এই মনিটরের পর্দা ১৯২০*১০৮০ যা পুরোপুরিভাবেই এইচডি ভিডিও ফরমেট ব্যবহার করে তৈরি করা। এর কস্ট্রাস্ট রেশিও দুই মিলিয়ন: ১ এবং রেসপন্স টাইম পাঁচ মিলি সেকেন্ড, এটি ১৬ মিলিয়ন রং সমর্থন করে। এর ভিজিএ, এইচডিএমআই পোর্ট ব্যবহার করে ডেস্কটপ মনিটরে সংযোগ স্থাপন করা যায়। বিজনেসলিংক কম্পিউটারস লিমিটেডের বাজারে আনা মনিটরটির দাম ৩৫ হাজার টাকা।

চলে গেলেন ল্যাপটপের প্রথম নকশাবিদ

বিল মগরিজ (১৯৪৩-২০১২) প্রথম ল্যাপটপ গ্রিড কম্পাস
চলে গেলেন প্রথম ল্যাপটপ কম্পিউটার নকশাবিদ বিল মগরিজ। ব্রিটিশ বংশোদ্ভূত এই নকশাবিদ ৬৯ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে গত ৮ সেপ্টেম্বর মারা যান। তাঁর উদ্ভাবনের ফলেই পার্সোনাল কম্পিউটারের (পিসি) জায়গায় আসে বহনযোগ্য ল্যাপটপ।১৯৭৯ সালে মগরিজ প্রথম ‘গ্রিড কম্পাস’ নামে ল্যাপটপের নকশা করেন। এটি মার্কিন সেনাবাহিনীতে ব্যবহূত হয়।
পণ্য নকশার অন্যতম পুরোধা বিল ছিলেন আন্তর্জাতিক উদ্ভাবন ও নকশা প্রতিষ্ঠান আইডিইওর সহ-প্রতিষ্ঠাতা। এ ছাড়া ২০১০ সাল থেকে তিনি নিউইয়র্কে স্মিথসনিয়ান ইনস্টিটিউটের জাতীয় নকশা জাদুঘরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর তৈরি করা গ্রিড কম্পাসই বিশ্বের প্রথম ল্যাপটপ হিসেবে পরিচিত।
১৯৮২ সালে আনুষ্ঠানিকভাবে কম্পিউটারটি বাজারে আসে, যার দাম ছিল আট হাজার ১৫০ ডলার। মানুষের ব্যবহারের পাশাপাশি যন্ত্রটি মহাকাশেও পাঠানো হয়। ১৯৪৩ সালের ২৫ জুন লন্ডনে জন্মগ্রহণ করা বিলের বাবা ছিলেন ব্রিটিশ সামরিক বাহিনীর সদস্য ও মা ছিলেন চিত্রকর। কাজের স্বীকৃতি হিসেবে তিনি যুক্তরাজ্যের সম্মানসূচক প্রিন্স ফিলিপ ডিজাইনার পুরস্কার পান। —বিবিসি ও ওয়াশিংটন পোস্ট অবলম্বনে কাজী আশফাক আলম

হ্যাসওয়েল বদলাবে কম্পিউটারের ভবিষ্যৎ!

সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইনটেল ডেভেলপার ফোরাম নামের বার্ষিক এক অনুষ্ঠানে হালকা-পাতলা ল্যাপটপ ও ট্যাবলেট দেখিয়েছে চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ইনটেল। এই অনুষ্ঠানে এ ধরনের পণ্যের উপযোগী `হ্যাসওয়েল' নামের প্রসেসরের দুটি সংস্করণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ প্রসঙ্গে ইনটেলের কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাসওয়েল প্রসেসর বিদু্ৎ-সাশ্রয়ী। ইনটেলের বর্তমান আইভিব্রিজ প্রসেসরের চেয়েও অর্ধেক বিদু্যত্ খরচ করবে হ্যাসওয়েল। আগামী বছর বাজারে আসবে নতুন এ প্রসেসর।
ইনটেলের কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজনির্ভর ল্যাপটপ, আলট্রাবুক ও ট্যাবলেটের কথা মাথায় রেখে নতুন প্রসেসরের নকশা করা হয়েছে। এই প্রসেসরে গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) উন্নত করা হয়েছে। এ ছাড়া সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ও প্লাটফর্ম কন্ট্রোলার হাব (পিসিএইচ) একসঙ্গে যুক্ত করা হয়েছে, ফলে কম্পিউটারে দ্রুতগতির তথ্য প্রসেস করার পাশাপাশি ইউএসবি, অডিও ও তথ্য সংরক্ষণ ব্যবস্থাও উন্নত হবে।
হ্যাসওয়েল প্রসেসরনির্ভর কম্পিউটার কণ্ঠস্বর শনাক্তকারী প্রযুক্তি, জেশ্চার বা অঙ্গভঙ্গি শনাক্তকরণ প্রযুক্তির মতো নতুন প্রযুক্তিও সমর্থন করবে।
বিদু্ৎ-সাশ্রয়ী প্রসেসর হিসেবে কম্পিউটিংয়ের দক্ষতা বাড়ানোর পাশাপাশি গ্রাফিকসের মানও উন্নত করবে হ্যাসওয়েল। এ প্রসেসরটি বিদু্যতের খরচ ১৭ ওয়াট থেকে নামিয়ে আনবে ১০ ওয়াটে। ফলে এ প্রসেসর চালিত ল্যাপটপে চার্জ থাকবে দীর্ঘসময় ধরে। হ্যাসওয়েলের একটি সংস্করণ ১৫ ওয়াট ও আরেকটি মাত্র ১০ ওয়াট বিদু্যতে চলবে।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারের ক্রমশ চাহিদা কমে যাচ্ছে। তবে নতুন প্রজন্মের ইনটেলের প্রসেসর কম্পিউটার বাজার ঘুরে দঁাড়াতে সাহায্য করতে পারে।

নতুন সম্ভাবনা দেখছেন জাকারবার্গ (ভিডিও)

আইপিও নিয়ে মাঝে কিছুদিন হতাশ ও নিশ্চুপ থাকলেও ফেসবুক নিয়ে নতুন সম্ভাবনার কথা শোনালেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
শেয়ারবাজারে আইপিও ছাড়ার পর এই প্রথমবারের মতো বিনিয়োগকারীদের সঙ্গে সানফ্রান্সিসকোতে আলোচনা করেছেন জাকারবার্গ। ফেসবুক শেয়ারের দাম পড়ে যাওয়া ও ফেসবুকের ব্যবসাসংক্রান্ত বিভিন্ন তথ্য জানিয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চলতি বছরের মে মাসে ৩৮ ডলার মূল্যের শেয়ার ছাড়ে ফেসবুক। তবে বর্তমানে শেয়ারের দাম পড়ে গিয়ে তা ঠেকেছে ১৯ ডলারে। বিষয়টি নিয়ে খানিক হতাশাগ্রস্ত হলেও ফেসবুকের প্রধান নির্বাহী জাকারবার্গ সবাইকে ধৈর্য ধরতে বলেন। আইপিও ছাড়ার পদ্ধতিতে কিছুটা ভুল হয়েছিল বলেও স্বীকার করেছেন তিনি।
জাকারবার্গ বলেন, ‘আইপিও ছাড়ার পর আমি প্রথম প্রকাশ্যে কথা বলছি। আমার কাছে মনে হয়েছে, অনেকেই বিষয়টি ভুল বুঝেছেন।’ কিন্তু ফেসবুক ঘুরে দাঁড়াতে এবং আর্থিকভাবে লাভে ফিরতে নতুন কিছু শাখা চালু করেছে। এতে করে ফেসবুকের ব্যবহারকারী বাড়বে। পাশাপাশি মোবাইলে ফেসবুক ব্যবহারকারী বাড়ানোর কাজ শুরু করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, মোবাইলে ফেসবুক ব্যবহারকারীকে বেশিক্ষণ ধরে রাখার পদ্ধতিটি সফল হলে আরও বেশি অর্থ আয় করতে শুরু করবে ফেসবুক।
ফেসবুকে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে জাকারবার্গ বলেন, বর্তমানে ফেসবুক নতুন করে সাজানো ও নতুন বিজ্ঞাপন চালু করার প্রক্রিয়ার মাঝামাঝি পর্যায়ে রয়েছে। ফেসবুক সার্চ উন্নত করা হচ্ছে। মানুষ যা জানতে চায় সে রকম অনেক সার্চ রেজাল্ট জমা করেছে ফেসবুক। ফেসবুকের একটি দল সার্চ বিষয়টি নিয়ে কাজ করছে।
জাকারবার্গ বলেন, ফেসবুক বর্তমানে স্মার্টফোন অ্যাপ্লিকেশন তৈরির দিকে গুরুত্ব দিচ্ছে। তবে ফেসবুক স্মার্টফোন তৈরি করলে তা ফেসবুকের জন্য ভালো হবে না বলেই মনে করেন তিনি।

মামলা ঘাড়ে আসছে `আইফোন ৫'

প্রায় দুই বছরের বেশি সময় ধরে অ্যাপলের `আইফোন ৫' আসছে-এমন গুজব চলছে। অবশ্য প্রযুক্তিবিশ্লেষকদের ধারণা, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসের ১২ সেপ্টেম্বরেই হয়তো অ্যাপল ঘোষণা দিতে পারে আইফোনের নতুন সংস্করণ।
কিন্তু বাজারে আসার আগেই পেটেন্ট ভঙ্গের অভিযোগে আইফোনের নির্মাতা অ্যাপলের বিরুদ্ধে নতুন স্মার্টফোনটি নিয়ে মামলা হয়েছে। অ্যাপলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান তাইওয়ানের ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনে যুক্তরাষ্ট্রের বাজারে নতুন আইফোন বিক্রিতে আগেভাগেই নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছে। খবরে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
এইচটিসির অভিযোগ, অ্যাপলের `নিউ আইপ্যাড' ও নতুন যে আইফোন বাজারে আসবে, তাতে এইচটিসির দুটি পেটেন্ট লঙ্ঘন করা হচ্ছে।
উলে্লখ্য, এইচটিসি ও অ্যাপলের মধ্যে পেটেন্ট নিয়ে দুই বছরেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি এইচটিসির করা এ মামলায় প্রতিষ্ঠানটি জিতলে অ্যাপলের কাছ থেকে বড় ধরনের ক্ষতিপূরণ পাবে। পাশাপাশি নতুন আইফোন বিক্রি করতে হলে এইচটিসির সঙ্গে সমঝোতাও করতে হবে।
চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক ও বড় আকারের ফাইল স্থানান্তর প্রযুক্তি-সংক্রান্ত পেটেন্ট এইচটিসি হস্তগত করেছে এডিসি টেলিকমিউনিকেশন নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে। এইচটিসি তাদের থান্ডারবোল্ট নামের স্মার্টফোনে এলটিই প্রযুক্তি যুক্ত করেছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের আদালতে পেটেন্ট-সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাংয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন আইফোনে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক (এলটিই) ব্যবহার করা হলে তারা মামলা করবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা চাইবে। স্যামসাং ছাড়াও চীনের একটি মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের নতুন আইফোনের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়ে রেখেছে।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপল যদি নতুন আইফোনে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক যুক্ত না করে, তবে প্রতিষ্ঠানটি স্যামসাংয়ের চেয়ে পিছিয়ে পড়বে। এদিকে যে প্রযুক্তিটি নিয়ে স্যামসাং ও এইচটিসি মামলা করবে, ওই প্রযুক্তিটি আইফোনে থাকছে বলেই ধারণা করছেন প্রযুক্তিবিশ্লেষকেরা।
অ্যাপল মূলত চীনে অবস্থিত কারখানায় আইফোন ও আইপ্যাড তৈরি করে এবং পরে তা যুক্তরাষ্ট্র ও অন্যান্য বাজারে বিক্রি করে।
১২ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অ্যাপল। এ অনুষ্ঠানেই অ্যাপলের নতুন পণ্যের ঘোষণা দেবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, ১২ সেপ্টেম্বর `আইফোন ৫', নতুন আইপড টাচ ও আইম্যাকের ঘোষণা দিতে পারেন টিম কুক।
হালকা-পাতলা নতুন আইফোনের সঙ্গে নতুন ডক কানেক্টর, এয়ারফোনসহ নতুন বেশ কিছু যন্ত্রাংশ থাকতে পারে। এ ছাড়া আইফোনের স্ক্রিন তুলনামূলকভাবে বড় হতে পারে। থাকতে পারে দ্রুতগতির প্রসেসর, র্যাম ও নতুন সফটওয়্যার।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে নতুন আইফোনের বিক্রিতে এইচটিসি, স্যামসাংয়ের মামলা বাধার সঙ্গে নকিয়া, এলজিসহ অ্যান্ডড্রয়েডচালিত নতুন স্মার্টফোনগুলোর বাধাও পেরোতে হবে আইফোন ৫কে। থাকতে হবে ভোক্তাদের জন্য নতুন কোনো চমক।

Thursday, September 6, 2012

যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এস৩ সবচেয়ে জনপ্রিয়!

২০০৭ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হতে শুরু করেছিল বায়োফুয়েলের ব্যবহার। ভুট্টা ও গমের মত খাদ্যশস্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ইথানল তৈরি করা হয়, যা বায়োফুয়েল বা জৈবজ্বালানি হিসেবে পরিচিত। বর্তমানে দেশটিতে জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় খাদ্যশস্য ব্যবহার করে ইথানল তৈরির জনপ্রিয়তা বাড়ছে। আবার এদিকে যুক্তরাষ্ট্রে বর্তমান খরা পরিস্থিতিতে খাদ্য ঘাটতির এ সময়ে অনেকেই ইথানল তৈরিতে অধিক খাদ্যশস্য ব্যয়ের বিরোধিতা করছেন । তবে দেশটির কৃষি ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ইথানল তৈরির পক্ষে বিপক্ষে যাই থাকুক না কোনো এর বর্তমান চাহিদার কারণেই ইথানল তৈরি বন্ধ করা সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের ওয়েল ফার্গো ব্যাংকের কৃষি অর্থনীতিবিদ মাইকেল সোয়ানসন এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘বর্তমানে জৈব জ্বালানির চাহিদা বাড়ছে আর তাতেই বাড়ছে দাম। খাদ্যশস্যনির্ভর ইথানল তৈরি করা বন্ধ করার প্রসঙ্গ আলাদা’।
বর্তমানে যুক্তরাষ্ট্রে চলছে দুর্বিষহ খরা। দেশটির ৫৫ শতাংশ অঞ্চলই এখন খরার কবলে। গত অর্ধশতাব্দীর মধ্যে এ বছরের খরা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। ফলে দেশটিতে খাদ্যশস্যের দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। এতে পশু খামার মালিকরা পড়েছেন সমস্যায়। জৈব জ্বালানি তৈরিতে পশুখাদ্যের ব্যবহার বন্ধ করতে তারা আন্দোলনে নেমেছেন। টেক্সাস ও নর্থ ক্যারোলিনার মত পশু খামার আছে এমন রাজ্যগুলোর গভর্নররা ওবামা প্রশাসনের কাছে ২০০৭ সালের একটি ম্যানডেট বাদ দেওয়ার দাবি করছেন। এ ম্যানডেটে খাদ্যশস্য ব্যবহার করে ইথানল তৈরির করার নির্দেশনা রয়েছে। বুশ প্রশাসন এ ম্যানডেট সই করেছিল। তবে এখনই বিষয়টি বন্ধ করার জন্য কোনো তোড়জোড় করছে না ওবামা প্রশাসন।
এ প্রসঙ্গে আমেরিকান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের জ্যৈষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন ব্ল্যানসফিল্ড জানিয়েছেন, খাদ্যশস্য থেকে ইথানল তৈরির প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হলে অনেকেই হয়তো খুশি হবে আবার অনেকের জন্য তা সমস্যা তৈরি করবে। এটা যুক্তরাষ্ট্রের জন্য শাঁখের করাত। একধারে উপকার যেমন তেমনি খামারিরা খাবারের সংকটে পড়ছেন এর জন্যই।
বিশ্লেষকরা জানিয়েছেন, শস্যের দাম বাড়ার ফলে পশুখাদ্য ব্যবসায়ীদের ও খামারিদের অসুবিধায় পড়তে হচ্ছে। প্রভাব পড়ছে পোলট্রি ও ডেইরিতেও। অন্যদিকে আবার ইথানল তৈরিতে খাদ্যশস্যের চাহিদার কারণেই খাবারের দাম ও জমির দাম বাড়ছে। একই সঙ্গে বাড়ছে ইথানল সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা।
খাদ্যশস্য নির্ভর ইথানলের উত্পাদন কমিয়ে দিলে আবার কমে যাবে জমির দাম ও বায়োফুয়েলের লাভজনক ব্যবসা। যুক্তরাষ্ট্রের খাদ্য সমস্যার মধ্যে জৈব জ্বালানি নিয়ে এখন সরগরম আলোচনা তৈরি হয়েছে।

দুই লুমিয়া নিয়ে নকিয়ার শেষ চেষ্টা (ভিডিও)

নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে গতকাল ৫ সেপ্টেম্বর নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ লুমিয়া সিরিজের উইন্ডোজ নির্ভর দুটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছেন। উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর নতুন দুটি স্মার্টফোন হচ্ছে- লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০। অনুষ্ঠানে নকিয়ার প্রধান নির্বাহী এ ফোনটি নিয়ে উচ্চাশা পোষণ করলেও প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন- এ দুটি স্মার্টফোনই নকিয়ার জন্য শেষ সুযোগ হতে পারে।
এ প্রসঙ্গে ইলোপ জানিয়েছেন, ‘লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০ বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী বৈশিষ্ট্যের ফোন’। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
আগামী বছরের শুরুতেই এ স্মার্টফোন দুটি বাজারে আনবে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া।
লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের বাঁকানো এইচডি প্রযুক্তির ডিসপ্লে, ডুয়াল কোরের ১.৫ গিগাহার্টজের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি, ৮ মেগাপিক্সেল পিউরিভিউ ক্যামেরা সুবিধা। শক্ত প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে তারবিহীন চার্জিং পদ্ধতি যুক্ত হয়েছে। এলটিই এবং এইচএসপিএ+ উভয় প্রযুক্তি সমর্থন করবে লুমিয়া ৯২০।
লুমিয়া সিরিজের নতুন ৮২০ স্মার্টফোনটি ৪.৩ ইঞ্চি মাপের সমান্তরাল ওএলইডি স্ক্রিনের সঙ্গে রয়েছে ডুয়াল কোরের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, এনএফসি ও তারবিহীন চার্জিং পদ্ধতি। লুমিয়া ৮২০ এ রয়েছে কার্ল জেইস লেন্স ভিত্তিক ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া ভয়েস চ্যাটের জন্য সামনের দিকে রয়েছে ভিজিএ ক্যামেরা। ৮ গিগাবাইট মেমোরির পাশাপাশি রয়েছে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা এবং ৭ গিগাবাইট স্কাই ড্রাইভ স্পেস। সাতটি রঙে বাজারে আসবে নকিয়ার লুমিয়া ৮২০।
প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর এ দুটি স্মার্টফোনের মাধ্যমেই স্মার্টফোনের বাজারে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে নকিয়া।
স্মার্টফোন দুটির দাম বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া।

এইচটিসির উইন্ডোজ ফোন আসছে ১৯ সেপ্টেম্বর

স্যামসাং ও নকিয়ার পর এবার উইন্ডোজ ফোন তৈরির ঘোষণা দিতে চলেছে তাইওয়ানের ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এইচটিসি। ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে এ নিয়ে এক সংবাদ সম্মেলনও ডেকেছে প্রতিষ্ঠানটি। এ অনুষ্ঠানেই প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোন ৮নির্ভর স্মার্টফোনের ঘোষণা দিতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটস।
নিউইয়র্কে ওই সংবাদ সম্মেলনে ‘জেনিথ’ ‘অ্যাকর্ড’ ও ‘রিও’ নামের তিনটি মডেলের উইন্ডোজ স্মার্টফোনের ঘোষণা দিতে পারে এইচটিসি। প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, এইচটিসির জেনিথ হবে হাই এন্ডের বা বেশি দামের স্মার্টফোন, অ্যাকর্ড মিড রেঞ্জের বা মাঝারি মূল্যের আর রিও হবে লোয়ার এন্ডের বা সাশ্রয়ী দামের।
চলতি বছরের জুন মাসে মাইক্রোসফট ঘোষণা করেছিল চারটি উইন্ডোজ ফোন নির্মাতাপ্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানগুলো হলো: স্যামসাং, নকিয়া, এইচটিসি ও হুয়াউয়ে। ইতিমধ্যে স্যামসাং এটিভ এস নামে উইন্ডোজনির্ভর স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে। নকিয়া আনছে লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০। ১৯ সেপ্টেম্বর এইচটিসির পক্ষ থেকে ঘোষণা আসবে উইন্ডোজনির্ভর স্মার্টফোনের। তবে এখনো চীনের হুয়াউয়ের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। এ চারটি প্রতিষ্ঠান ছাড়া সনি ও এসার উইন্ডোজনির্ভর স্মার্টফোন বাজারে আনতে পারে।

ট্যাবলেটের যুদ্ধের জন্য আমাজন প্রস্তুত

অনলাইনে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন আজ ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নতুন পণ্যের ঘোষণা দিতে যাচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ইন্টারনেটের এ যুগে মোবাইল পণ্যের ক্ষেত্রে আমাজনের নতুন সৈনিক হিসেবেই এ পণ্যগুলো বাজারে আসবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে ৭ ইঞ্চি কিন্ডল ফায়ারের একটি নতুন সংস্করণের সঙ্গে ১০ ইঞ্চি কিন্ডল ফায়ার ট্যাবলেটের ঘোষণা দিতে পারে আমাজন। একই সঙ্গে নতুন কিন্ডল ই-বুক রিডারেরও ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আমাজনের কিন্ডল ট্যাবলেটের ক্ষেত্রে দামই সবচেয়ে বড় নির্ণায়ক। একমাত্র সাশ্রয়ী দামের ট্যাবলেটই আমাজনকে যুদ্ধে জয়ী করতে পারে।
আমাজনকে বর্তমানে ট্যাবলেটের বাজারে অ্যাপল ও গুগলের অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেটের সঙ্গে টিকে থাকার লড়াই লড়তে হচ্ছে।
এ প্রসঙ্গে প্যাসিফিক ক্রেস্ট সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক চাদ বার্টলে জানিয়েছেন, ইন্টারনেট ভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে ট্যাবলেট যুদ্ধে জয়ী হওয়াটা আমাজনের জন্য জরুরি।
যুদ্ধে জয়ী হতে আমাজন অবশ্য বেশ কিছু ফিচারে পরিবর্তন আনছে। ‘কিন্ডল ফায়ার’ ট্যাবলেটের নতুন সংস্করণে গুগলের ম্যাপ-সেবা বাদ দিয়ে নকিয়ার ম্যাপ-সেবা যুক্ত করছে আমাজন।
গত ৩০ আগস্ট আমাজন কর্তৃপক্ষ জানিয়েছে, কিন্ডল ফায়ারের প্রথম সংস্করণটি বাজারে ছাড়ার নয় মাসের মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। নতুন সংস্করণে গুগলের ম্যাপ-সেবার পরিবর্তে যুক্ত হবে নকিয়ার ম্যাপ-সেবা। জিপিএস বা ওয়াই-ফাই প্রযুক্তির সাহায্যে নকিয়ার ম্যাপ-সেবা কিন্ডল ফায়ারে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। রাস্তার ম্যাপের পাশাপাশি প্রয়োজনীয় তথ্য উপযোগী ম্যাপ-সেবাও পাওয়া যাবে।
আমাজনের কিন্ডল ফায়ারের প্রথম সংস্করণটি ছিল ৭ ইঞ্চি মাপের। এর দাম ছিল ১৯৯ ডলার।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে ট্যাবলেটের বাজারে ‘দাম’ জনপ্রিয়তার সবচেয়ে বড় নির্ণায়ক। বর্তমানে ২০০ ডলারের নীচে অনেক ট্যাবলেট বাজারে চলে এসেছে। আমাজন যদি ট্যাবলেটের দাম ১৫০ ডলারের নীচে রাখতে পারে তবে অন্য ট্যাবলেট নির্মাতাদের জন্যও বাজার ধরতে দাম কমানোর প্রতিযোগিতায় নামতে হবে।

ফলপ্রসূ ইন্টারনেট ব্যবহারে শেষ দশে বাংলাদেশ

ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করাসহ ইন্টারনেটের ফলপ্রসূ ব্যবহার বিবেচনায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের করা টিম বার্নার্স লি ওয়েব ইনডেক্স ২০১২-তে বাংলাদেশের স্থান হয়েছে শেষ দশে। ৬১টি দেশের মধ্যে বাংলাদেশ ৫৫তম স্থান পেয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
টিম বার্নার্স লি ওয়েব ইনডেক্স তৈরিতে ৬১টি দেশে ইন্টারনেটের ব্যবহার, প্রয়োজনীয়তা, সামাজিক ও আর্থিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রভাব, ইন্টারনেট সংযোগের সূচক ও ইন্টারনেট অবকাঠামোর বিষয়গুলোর তথ্য সংগ্রহ করা হয়। এ প্রসঙ্গে স্যার টিম বার্নার্স লি জানিয়েছেন, এ জরিপের মাধ্যমে তৈরি করা তালিকা বিভিন্ন দেশের কাছে ইন্টারনেট ব্যবহারের তথ্য পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা পূরণ করেছে।
৫ সেপ্টেম্বর বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে স্যার বার্নার্স লি বলেছেন, ‘জরিপের প্রাথমিক অবস্থায় আমরা কতজনের কাছে ইন্টারনেট সংযোগ রয়েছে সে তথ্য সংগ্রহ করেছিলাম। মুঠোফোন বা কম্পিউটার ব্যবহার করে কতজন ইন্টারনেট ব্যবহার করে, সে তথ্য সংগ্রহের পর আমরা জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের ইন্টারনেটে করা কাজগুলোর তথ্য সংগ্রহ করি। ইন্টারনেট কেন ব্যবহার করে বা দেশে ইন্টারনেটের প্রভাব, এ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় পরের পর্যায়ে।’
টিম বার্নার্স লি আরও জানিয়েছেন, এখনো অনেক দেশেই ইন্টারনেট ব্যবহারের বিষয়টি বিলাসিতা হিসেবেই গণ্য করা হয়। বর্তমানে সারা বিশ্বের তিনজনের মধ্যে একজনের কাছে ইন্টারনেট-সুবিধা পৌঁছেছে। এশিয়ার অবস্থা আরও খারাপ। এখানে ছয়জনের মধ্যে মাত্র একজন ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু টিম বার্নার্স লির মতে, ইন্টারনেট সংযোগ পেতে খরচ বেশি হওয়ায় কোটি কোটি মানুষের ইন্টারনেট ব্যবহারের অধিকার এখনো অপূর্ণ রয়ে গেছে।
ইন্টারনেটের যথাযথভাবে ব্যবহারের দিক থেকে তালিকায় থাকা শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে সুইডেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ফিনল্যান্ড। এ তালিকায় শেষের পাঁচটি দেশ হচ্ছে ইয়েমেন, জিম্বাবুয়ে, বারকিনো ফাসো, বেনিন ও ইথিওপিয়া।
তালিকাটি পাওয়া যাবে www.thewebindex.org. লিংকে।
উল্লেখ্য, বাংলাদেশ টেলিকম রেগুলারিটি কমিশনের তথ্য অনুসারে বাংলাদেশে ইন্টারনেট সংযোগের আওতায় রয়েছে দুই কোটি মানুষ। এর মধ্যে প্রচলিত আইএসপির ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৬০ লাখ।

Tuesday, September 4, 2012

সময় বাঁচান রান কমান্ড দিয়ে

উইন্ডোজের বিভিন্ন সুযোগ-সুবিধা, বিভিন্ন আপ্লিকেশনে শুধু রান কমান্ড দিয়ে খুব সহজেই যাওয়া যায়। এতে অনেক সময় বাঁচে। নিচে তেমনই কিছু রান কমান্ড দেওয়া হলো।
প্রথমে উইন্ডোজ কি+R চেপে সরাসরি রান-এ যেতে হবে। এরপর নির্দিষ্ট কমান্ড দিয়ে সরাসরি যেকোনো প্রোগ্রামে যাওয়া যাবে।ক্যালকুলেটর খুলতে করতে calc লিখে এন্টার করুন।
  • যেকোনো ড্রাইভে যেতে c:, d:, e: এভাবে লিখে এন্টার করুন।
  • বিভিন্ন চিহ্ন খুঁজে পেতে charmap লিখে এন্টার করুন।
  • পাওয়ার অপশনে যেতে powercfg.cpl লিখে এন্টার করুন।
  • রেজিস্ট্রি এডিটরে যেতে regedit লিখে এন্টার করুন।
  • রিমোট ডেস্কটপে যেতে mstsc লিখে এন্টার করুন।কন্ট্রোল প্যানেলে ঢুকতে লিখে control এন্টার করুন।
  • ডিস্ক ক্লিনআপ চালু করতে cleanmgr লিখে এন্টার করুন।
  • মাউস প্রোপার্টিজে ঢুকতে main.cpl লিখে এন্টার করুন।
  • সাউন্ড অ্যান্ড অডিওতে ঢুকতে mmsys.cpl লিখে এন্টার করুন।
  • ডিভাইস ম্যানেজারে ঢুকতে devmgmt.msc লিখে এন্টার করুন।
  • ফন্টসে ঢুকতে fonts লিখে এন্টার করুন।
  • উইন্ডোজ সিকিউরিটি সেন্টারে যেতে wscui.cpl লিখে এন্টার করুন।
  • টাস্ক ম্যানেজার চালু করতে taskmgr লিখে এন্টার চাপুন।
  • সিস্টেম কনফিগারেশনে যেতে sysedit লিখে এন্টার করুন।
  • রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এডিটরে যেতে intl.cpl লিখে এন্টার করুন।
  • স্টার্ট আপ মেন্যুতে যেতে msconfig লিখে এন্টার চাপুন।
  • হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভ লুকানোসহ বিভিন্ন কাজে gpedit.msc লিখে এন্টার চাপুন।
  • ইন্টারনেট প্রোপার্টিজ দেখতে inetcpl.cpl লিখে এন্টার চাপুন।
  • অন স্ক্রিন কি-বোর্ড চালু করতে osk লিখে এন্টার চাপুন।

লাইকের নিরাপত্তা দেবে ফেসবুক

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার বিভিন্ন পেইজের ‘লাইক’-এর নিরাপত্তা দেবে। স্প্যামারসহ কালোবাজারিদের দৌরাত্ম্য কমাতে কঠোর হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সাইটটির নিয়মনীতি। এ ক্ষেত্রে যাতে ভুয়া লাইক না হয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। নতুন এই কার্যক্রমের ফলে শিগগিরই স্বয়ংক্রিয়ভাবে ম্যালওয়্যার, প্রতারিত ব্যবহারকারী অথবা কেনা লাইকগুলো মুছে যাবে। এতে করে বর্তমানে চালু থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের লাইকের সংখ্যা এক শতাংশ কমে যাবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ফেসবুক জানায়, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে হাজার হাজার লাইক সংগ্রহ করে থাকে। এ বিষয়টি নীতিমালাবহির্ভূত, যা ঠেকাতে এবার কঠোর হয়েছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি অনেক সময়ই বিভিন্ন স্প্যাম প্রোগ্রামের মাধ্যমে প্রতারণা করে অনেক ব্যবহারকারীকে ভিডিওতে ক্লিক করতে আকৃষ্ট করা হয়। এতে বিব্রত হন ব্যবহারকারীরা। নতুন এই উদ্যোগের ফলে এ ধরনের সমস্যাগুলোকেও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেসবুক।
বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের পাশাপাশি একই সমস্যায় আক্রান্ত মাইক্রোব্লগিং সাইট টুইটার এবং আরেক সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাস। তবে নিজেদের অবস্থান শক্ত ও ভালো রাখতে ফেসবুক এ উদ্যোগ নিচ্ছে, যাতে করে ব্যবহারকারীদের সমস্যায় পড়তে হয় কম।
এর আগে ফেসবুকের এক প্রতিবেদনে জানা গেছে, ব্যবহারকারীদের মধ্যে প্রায় ১ দশমিক ৫ শতাংশ ভুয়া ও নীতিমালা ভঙ্গের সঙ্গে জড়িত। আর এ অবস্থা যাতে বাড়তে না পারে, সে জন্য প্রতিবেদনে বিশেষ সতর্ক হওয়ার কথাও বলা হয়। এ ব্যবস্থার ফলে ফেসবুকের ব্যবহারকারীরা স্বাচ্ছন্দে ফেসবুক ব্যবহারের সুযোগ পাবেন।
মহাকাশে গাড়ি চালাতে কেমন লাগবে, কল্পনা করতে পারেন! স্টিয়ারিং হুইলের জায়গায় জয় স্টিক, ড্যাশ বোর্ডের জায়গায় সমতল স্ক্রিনের ডিসপ্লে। এরপর দরজা বন্ধ করে, সিটবেল্ট বেঁধে সটান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশে দূরভ্রমণে কয়েকজন সঙ্গী নিয়ে বেরিয়ে পড়া। মহাকাশে গাড়ি! চমকে ওঠারই কথা। তবে এ নিছক কল্পকাহিনি নয়, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসার কর্মকর্তারা গাড়ির আদলে মহাকাশযান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানোর পরিকল্পনা করেছেন। ছয় আসনের গাড়িসদৃশ এ নভোযানটির নাম হবে ‘ড্রিম চেজার’। মহাকাশ ভ্রমণের এ গাড়িটি নিয়ে বিবিসি সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, সম্প্রতি তিনটি প্রতিষ্ঠানকে নভোযান মহাকাশে পাঠানোর পদ্ধতি উন্নয়নের জন্য নির্বাচিত করে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে নাসা। এ তিনটি প্রতিষ্ঠানের একটি হচ্ছে, কলোরাডোভিত্তিক সিয়েরা নেভাদা করপোরেশন (এসএনসি)। ড্রিম চেজার নামের গাড়িসদৃশ এ মহাকাশযানটি নির্মাণ করছে এসএনসি। নাসা নির্বাচিত অন্য নভোযান হচ্ছে স্পেস এক্সের ‘ড্রাগন’ ও বোয়িংয়ের ‘সিএসটি-১০০’। স্পেস এক্স ও বোয়িংয়ের তৈরি নভোযান দুটি চাঁদে যাওয়া অ্যাপোলো মিশনের ক্যাপসুলসদৃশ।

স্বপ্নের পেছনে ছোটা

ছয় সদস্যের একটি পরিবারে ব্যবহূত গাড়ির মতোই ড্রিম চেজার নামের এ নভোযানটির সামনের অংশের দুটি আসনে চালক ও তাঁর সহকারীর বসার স্থান। তাঁদের পেছনে লটবহর রাখার কিছুটা জায়গা। এর পেছনে রয়েছে আরও কয়েকজনের মতো বসার জায়গা। গবেষকেরা অবশ্য মজা করে বলছেন, এ নভোযানটি আসলে গাড়ির মতো দেখতে বলা হলেও এর বাইরের দিকটা অনেকটা জুতার মতো। জুতার সঙ্গে দুটো পাখাযুক্ত একটি যান! অনেকটাই কল্পকাহিনির আকাশযানগুলোর মতো!
ড্রিম চেজার তৈরির ইতিহাস অবশ্য অনেক পুরোনো। এ ধরনের যান তৈরির ধারণা সত্তরের দশকের। ড্রিম চেজার তৈরির সময় সোভিয়েত ইউনিয়নের একটি পরীক্ষামূলক বিমানের গোপন মডেল অনুসরণ করা হয়েছে। সত্তরের দশকে সোভিয়েত বিমানের গোপনে তোলা একটি ছবির অনুকরণ করে তার ওপর আরও এক দশক গবেষণা চালিয়ে মহাকাশযানটির নকশা করেছেন এসএনসির গবেষক ও প্রকৌশলীরা। এরপর ওই নকশা অনুসারে একটি পরীক্ষামূলক নভোযান তৈরি করে নাসার কাছে প্রস্তাবনা পাঠিয়েছিলেন তাঁরা। নাসার অনুমতি পেয়ে ড্রিম চেজারকে মহাকাশে পাঠানোর উপযোগী করতে নয় বছর ধরে কাজ করছেন গবেষকেরা। সম্প্রতি এ নভোযানটির জন্য নাসার পক্ষ থেকে ২১ কোটি ডলারেরও বেশি অর্থসাহায্য দেওয়া হচ্ছে এসএনসিকে।
এসএনসি স্পেস সিস্টেমের প্রধান মার্ক সিরাঞ্জেলো এ প্রসঙ্গে জানিয়েছেন, স্বপ্নের মতো করেই শুরু হয়েছিল তাঁদের এ প্রকল্পটি। ভবিষ্যতের নভোযানটি তৈরির জন্য কাজ করতে শুরু করেছিলেন অল্প কয়েকজন মানুষ। তাঁদের ভাবনায় ছিল মহাকাশ মিশন শেষে স্পেস শাটলের যুগ যখন শেষ হবে, তখন আধুনিক নভোযানের প্রয়োজন পড়বে। এ কথা ভেবেই স্বপ্ন তাড়া করা শুরু হয়েছিল। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। গাড়িসদৃশ মহাকাশযান ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে। এমনকি পরীক্ষামূলকভাবে তা আকাশেও ওড়ানো হয়েছে। আগামী বছরের শেষনাগাদ নভোচারীসহ ড্রিম চেজার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে নিয়মিত যাত্রা শুরু করবে।
মার্ক সিরাঞ্জেলো আরও জানিয়েছেন, বর্তমানে তিনটি প্রতিষ্ঠান স্পেস স্টেশন থেকে নভোচারী আনা-নেওয়া ও রসদ পৌঁছানোর কাজ করতে নভোযান নির্মাণ করছে। পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিতেও কাজ করবে এ তিনটি প্রতিষ্ঠান।
কার্বন ফাইবার বা তন্তুর তৈরি ড্রিম চেজারকে বয়ে নিয়ে যাবে যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাটলাস ৫ রকেট। এ নভোযানটির সবচেয়ে বড় সুবিধা কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই পৃথিবীতে ফেরার বিষয়টি নিশ্চিত করা। এ ছাড়া ইতিপূর্বে মহাকাশ যাত্রায় স্পেস শাটলগুলো যে ধরনের কাজে ব্যবহার করা হতো, তার সব সুবিধাই এ যানটিতে থাকবে। রসদ পরিবহন ও ছয় সদস্য বহনক্ষমতার এ নভোযানটিকে তাই রাস্তায় চালানো গাড়ির মতোই বলা চলে।
তিনি আরও জানিয়েছেন, স্পেস এক্স ও বোয়িংয়ের সঙ্গে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তবে ড্রিম চেজারের উন্নয়ন ও কারিগরি অন্যান্য কাজ শেষ করার পর আসল পার্থক্য ধরা পড়বে। তাঁর মতে, পরিবারের সদস্যরা মিলে গাড়িতে চেপে বাইরে বেড়াতে যাওয়ার মতোই ড্রিম চেজারে করে স্বপ্নের মহাকাশ ভ্রমণে বেরিয়ে পড়তে চাইবেন অনেকেই।

কি-বোর্ড ধোয়াও যাবে?

যাঁরা কম্পিউটারে কাজ করেন, তাঁরা জানেন যে কি-বোর্ড ব্যবহারে প্রচুর ধুলা-ময়লা জমে। ব্রাশ দিয়ে এর উপরিভাগের ধুলা-ময়লা পরিষ্কার করা গেলেও কখনোই তা ধুয়ে পরিষ্কার করা যায় না। কারণ, কি-বোর্ডে পানি ঢুকলে তা বাতিল হয়ে যাবে।
সম্প্রতি কি-বোর্ড পরিষ্কার রাখার ঝামেলা এড়াতে লজিটেক নিয়ে এসেছে পানি দিয়ে ধোয়া যাবে এমন কি-বোর্ড। ‘ওয়াশেবল কিবোর্ড কে৩১০’ নামের এই কি-বোর্ডটি সহজেই পানিতে ধোয়া যাবে। রান্নাঘরের সিঙ্কে বারবার ধুলে এবং ১১ ইঞ্চি পানির নিচে ডুবিয়ে রাখলেও এর কোনো ক্ষতি হবে না। ধোয়ার পর শুধু একটু শুকিয়ে নিলেই হলো। কি-বোর্ডটি কাজ করবে নতুনের মতোই। ধোয়ার পর কি-বোর্ডটির পানি ঝরাতে বা শুকাতে এর পেছনে রয়েছে পানিনিষ্কাশনের ব্যবস্থা। কি-বোর্ডের অক্ষরগুলো যাতে ভিজে নষ্ট হয়ে না যায়, সে জন্য লেজার প্রিন্ট এবং ইউভি কোটিং ব্যবহার করা হয়েছে।
লজিটেক মাউস এবং কি-বোর্ডের ঊর্ধ্বতন পরিচালক সোফি লে গুয়েন বলেন, ‘সাবধান থাকা সত্ত্বেও আমাদের সবারই অভিজ্ঞতা আছে যে কোনো একসময় কফির কাপটি উল্টে পড়ে গিয়ে কি-বোর্ডটি ভিজে নষ্ট হয়ে গেছে। আর এসব সমস্যা দূর করতেই লজিটেক এবার কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এই কি-বোর্ড কে৩১০। এটি বারবার ধুলেও এতটুকু নষ্ট কিংবা ব্যবহারের অনুপযোগী হবে না। উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন—সবকিছুর সঙ্গেই এটি মানানসই। আশা করা যাচ্ছে, আগামী অক্টোবর মাসেই কি-বোর্ডটি ইউরোপের বাজারে পাওয়া যাবে। আর এর খুচরা মূল্য হবে ৩৯ দশমিক ৯৯ ডলার। —সিনেট অবলম্বনে প্রদীপ সাহা

প্রণয়ে জড়িয়েছেন গুগল চেয়ারম্যান!



অনলাইন সার্চ সেবাদাতা প্রতিষ্ঠান গুগলের এক্সিকিউটিভ চেয়ারম্যান এরিক স্মিড বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। ৩ সেপ্টেম্বর হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বর্তমানে এরিক স্মিড যাঁর সঙ্গে প্রেম করছেন, তিনি ভিয়েতনামের ক্ল্যাসিক্যাল সংগীতে পারদর্শী চো-সান নিউইয়ান। তিনি পেশায় কনসার্টের পিয়ানোবাদক।
নিউইয়র্ক পোস্টের অনলাইন সংস্করণ পেজ সিক্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চো-সান নিউইয়ানের সঙ্গে অস্কারজয়ী টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক ব্রায়ান গ্রেজারের সম্পর্ক ছিল। এই জুটি আংটিবদলও করেছিল। তবে সূত্রের বরাতে পেজ সিক্সে বলা হয়েছে, কয়েক মাস থেকে এরিক স্মিডের সঙ্গে অন্তরঙ্গভাবে দেখা যাচ্ছে চো-সান নিউইয়ানকে। এরিক স্মিড ও নিউইয়ানকে একত্রে তাঁর (নিউইয়ান) ‘সোহো’ নামের বাড়ির বাইরে ও ‘ক্যাপ্রিয়ানি’তে ডিনার করতেও দেখা গেছে। এ ছাড়া গুগলের চেয়ারম্যান হিসেবে ব্যস্ত সময় কাটানো এরিক স্মিডকে চো-সান নিউইয়ানের জন্য কনসার্টের আয়োজনে সাহায্য করতেও দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ২০১১ সালে নিউইয়র্কের বাসিন্দা লিজা শিল্ডের সঙ্গে এরিক স্মিডের বিয়েবহির্ভূত সম্পর্কের খবর ছেপেছিল নিউইয়র্ক পোস্ট।
এরিক স্মিডের বিয়েবহির্ভূত সম্পর্কের গুজব ডালপালা মেললেও তাঁর স্ত্রী ওয়েন্ডি স্মিডের সঙ্গে ছাড়াছাড়ি হয়নি। ওয়েন্ডি স্মিড ও এরিক স্মিড আলাদা থাকেন। কোটিপতি প্রযুক্তিবিদ স্বামীর কাছ থেকে আলাদা অবস্থায় ভালো আছেন বলেই জানিয়েছেন ওয়েন্ডি।
তবে ভিয়েতনামের সংগীতশিল্পীর সঙ্গে নতুন প্রেম প্রসঙ্গে এরিক স্মিড, চো-সান নিউইয়ান কিংবা ওয়েন্ডি কেউই মুখ খোলেননি।

৮ ডলারে ‘নকল’ আইফোন ৫! (ভিডিও)

অ্যাপলের তৈরি নতুন সংস্করণের আইফোনটি এখনো বাজারে আসেনি প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, ১২ সেপ্টেম্বর আইফোন ৫ স্মার্টফোনটির ঘোষণা দিতে পারে অ্যাপলস্মার্টফোনটির সম্ভাব্য নকশা ও ফিচার নিয়ে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নানা তথ্যএসব ফিচারসংবলিত আইফোন ৫’-এর সাদৃশ্যের স্মার্টফোনে এখন চীনের বাজার সয়লাব এক খবরে এ তথ্য জানিয়েছে বিজনেস ইনসাইডার
বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ট্রেড শোতেও দেখা মিলেছে সম্ভাব্য আইফোন ৫সাদৃশ্যের এ মুঠোফোনেরতবে স্মার্টফোনটির নির্মাতাপ্রতিষ্ঠান-সংক্রান্ত কোনো তথ্য অবশ্য এখানে প্রকাশ করা হয়নিপ্রযুক্তিবিশ্লেষকেরা একে নকলআইফোন বলেই অভিহিত করেছেন
চীনের বাজারে এ ধরনের নকল আইফোন বিক্রি হচ্ছে মাত্র আট ডলারে
জিএসএম ইসরায়েল নামের একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে নকল আইফোন ৫-এর ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে নকল আইফোন ৫-এর তথ্য বর্ণনা করা হয়েছে


নকিয়া-সিমেন্সের বিএসএস ইউনিট কিনবে এরিকসন


নকিয়া-সিমেন্সের বিএসএস ইউনিট কিনবে এরিকসন

www.winlifeitgital.blogspot.com

নকিয়া-সিমেন্স নেটওয়ার্কসের বিজনেস সাপোর্ট সিস্টেম (বিএসএস) বিভাগটি কেনার আগ্রহ দেখিয়েছে মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো সরবরাহের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম সুইডেনের প্রতিষ্ঠান এরিকসন৩ সেপ্টেম্বর এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে

নকিয়া-সিমেন্স নেটওয়ার্কসের (এনএসএন) বিজনেস সাপোর্ট সিস্টেম বিভাগটি টেলিকম অপারেটরদের কাছে বিল ও চার্জ পদ্ধতি নিয়ে কাজ করে
নকিয়া-সিমেন্সের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এরিকসনের পাশাপাশি এনএসএনের বিএসএস বিভাগটি কিনতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ প্রযুক্তি নির্মাতা অ্যামডকসবিভাগটি বিক্রি করে দেওয়ার জন্য কিছুদিন ধরেই ক্রেতা খুঁজছিল ওই প্রতিষ্ঠান
টেলিযোগাযোগ প্রযুক্তিব্যবসায় অনেক আগেই হাত মিলিয়েছে নকিয়া ও সিমেন্সনকিয়া-সিমেন্স নেটওয়ার্কস নাম দিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সাফল্যও অর্জন করেছে
নকিয়া-সিমেন্স নেটওয়ার্কস বিশ্বের টেলিযোগাযোগ প্রযুক্তি খাতের দুই প্রধান প্রতিষ্ঠান নকিয়া ও সিমেন্সের ৫০:৫০ বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত আলাদা একটি প্রতিষ্ঠানখরচ কমাতে প্রতিষ্ঠানটি থেকে এ বছর ১৭ হাজার কর্মী ছাঁটাই করা হচ্ছেএদিকে সুইডেনের এরিকসন বিএসএস সেবা আরও বাড়াতে উদ্যোগী হয়েছে